Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-কাও হু
  2010-05-21 20:18:40  cri

আজ এ প্রতিবেদনের মধ্য দিয়ে কাও হু নামের তারযুক্ত চীনের এক রকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সম্পর্কে আপনাদের কিছু বলবো ।

এতক্ষণ আপনারা যা শুনেছেন , তা 'বৃষ্টিতে' নামের দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশের লোক সংগীতের সুর । গত শতাব্দির বিশের দশকে চীনের 'এর হু' নামের অন্য এক রকম বাদ্যযন্ত্রের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে 'কাও হু' তৈরি করা হয় । কুয়াং তুং প্রদেশের লোক সংগীতের সঙ্গে কাও হু বাদ্যযন্ত্রের নিবিড় সম্পর্ক রয়েছে ।

দক্ষিণ চীনের কুয়াং তুংসহ বেশ কয়েকটি অঞ্চলে এ অঞ্চলের বৈশিষ্ট্যভরা লোক সংগীত খুব জনপ্রিয় হয়ে ওঠে । প্রথম দিকে কুয়াং তুং লোক সংগীত বাদক দলে কাও হু নামের বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো না । কিন্তু গত শতাব্দির বিশের দশকের কাছাকাছি কুয়াং তুং লোক সংগীতের বিখ্যাত সুরকার ও বাদক ল্যুই ওয়েন ছেং 'এর হু' নামের বাদ্যযন্ত্র নিয়ে সংস্কার চালান । নতুন ধরণের বাদ্যযন্ত্র তৈরির জন্য তিনি ঐতিহ্যবাহী এর হু বাদ্যযন্ত্রের রেশমী তারের পরিবর্তে ষ্টিলের তার ব্যবহার করতে শুরু করেন ।

এ সংস্কার চালানোর ফলে নতুন বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সুরের শব্দ অনেক বেশি বেড়ে গেছে । তাই এ নতুন বাদ্যযন্ত্রকে 'কাও হু' –এর নাম রাখা হয় । চীনা ভাষায় 'কাও' শব্দটার অর্থ উচ্চস্বর । কাও হু বাদ্যযন্ত্রে উচ্চস্বর বাজানোর পাশাপাশি তার সংগীতের সুরও অনেক আবেগময় ও মধুর হয়েছে । গত শতাব্দির বিশের দশকে কুয়াং তুং লোক সংগীত পরিবেশনের ক্ষেত্রে ' কাও হু' অন্যতম প্রয়োজনীয় বাদ্যযন্ত্র হয়ে দাঁড়িয়েছে । কাও হু বাদ্যযন্ত্রে বাজানো সংগীতের সুরে প্রাণবন্ত ও স্ফুর্তিপূর্ণ পরিবেশ ফুটিয়ে তোলা যায় ।

কুয়াং তুং লোক সংগীতের বিখ্যাত সুরকার ও বাদক ল্যুই ওয়েন ছেং তার সারা জীবনে ১ শ'রও বেশি সংগীত রচনা করেছেন । এর মধ্যে বেশির ভাগ সংগীতে কাও হু বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো । তার রচিত সংগীতকর্মে যেমন চীনের ঐতিহ্যবাহী তেমনি পাশ্চাত্য সংগীতের বৈশিষ্ট্যও অন্তর্ভুক্ত রয়েছে । এ ধরনের অনন্য সংগীত নিবিড়ভাবে শ্রোতাদের কৌতূহল ও দৃষ্টি আকর্ষণ করেছে ।

কাও হু বাদ্যযন্ত্র তৈরি ও পরিবেশনের ব্যাপারে চীনে ল্যুই ওয়েন ছেং ছাড়া আরেক জন শিল্পী লিউ থিয়ান ইও বিশেষ অবদান রেখেছেন । (থান ইয়াও খাং )

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040