|
চীনে 'ই চিং' রহস্যময় ও বৈচিত্র্যপূর্ণ একটি জনপ্রিয় গ্রন্থ । কারণ এ গ্রন্থ বিশাল প্রভাব চীনের জনসাধারণের ওপর পড়েছে । গ্রন্থে প্রত্নবিদ্যা ও ভূগোল তত্ত্বের দিক থেকে চীনের প্রাচীনকালের মানুষের দীর্ঘকালীণ পর্যবেক্ষণ ও নানা রকম অভিজ্ঞতাও সার সংকলন করা হয়েছে । সুদীর্ঘকালের কারণে এ গ্রন্থের লেখকের পরিচিতি পাওয়া মুষ্কিল । কিন্তু একাদশ শতাব্দির কাছাকাছি সেকালের বিখ্যাত রাজনীতিক ও পন্ডিত চৌ কুং তেন এ গ্রন্থটি সম্পাদনা করেছেন ।
প্রত্নবিদ্যা ও ভূগোল তত্ত্ব ভিত্তিক এ গ্রন্থে মহাকাশের হাজার হাজার জাতের উদ্ভিদ ও প্রাণীর পরিবর্তন বর্ণনা করা হয়েছে । এতে চীনের প্রাচীনকালের দর্শনশাস্ত্রের নিবিড় বৈশিষ্ট্যও তুলে ধরা হয়েছে ।
'ই চিং'নামের গ্রন্থে নানা রকম যে পরিবর্তন ফুটিয়ে তোলা হয়েছে , তাতে বিশ্বের বিবিধ বস্তুর পরিবর্তন প্রকাশ পেয়েছ । এ সব পরিবর্তন আকাশ ও মাটির প্রতীকও । চীনের প্রাচীনকালের লোকেরা মনে করতেন , পৃথিবীতে আকাশ ও মাটির পরই মানব ও বিবিধ বস্তুর উদ্ভব হয় । এ থেকে বিশ্বের ভিন্ন বস্তুর পরিবর্তনের ভিন্ন অবস্থাও প্রতিপন্ন হয়েছে ।
'ই চিং' গ্রন্থ রচনার লক্ষ্য হল মহাশুন্য ও প্রকৃতির পরিবর্তন বিষয়ক নিয়মবিধি তুলে ধরা । গ্রন্থটি মনে করে , মানব সমাজের উন্নয়ন ও মানুষের জীবনও এ নিয়মবিধির সঙ্গে সংগতিপূর্ণ । এ কারণে 'ই চিং' গ্রন্থ বিভিন্ন বস্তু ও মানুষের জীবন নিয়ে ভবিষ্যত্ বাণী তৈরির ব্যাপারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় । আসলে এ গ্রন্থে চীনের প্রাচীনকালের বিবিধ দার্শনিক চিন্তাধারাও প্রতিফলিত হয়েছে । 'ই চিং' গ্রন্থের সারমর্ম হল পৃথিবীতে সব উদ্ভিদ ও প্রাণী পরিবর্তনশীল । মানুষকে এ ধরণের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য সুষ্ঠু ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে । এতে সব কিছু নেতিবাচক বিষয় কাটিয়ে ওঠা সম্ভব হবে। এ ছাড়াও মানুষ ও প্রকৃতির মধ্যকার এর সুষমতাও বাস্তবায়ন করা যায় । পরে চীনের অনেক বুদ্ধিজীবী এ ধরণের চিন্তাধারা উত্তরাধিকার সূত্রে গ্রহণ করেছেন ।
'ই চিং' গ্রন্থ রচনা ও প্রচারণায় চীনের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশাল প্রভাব সৃষ্টি হয়েছে । এ থেকে সৃষ্ট দার্শনিক চিন্তাধারা ও পরিভাষা চীনাদের নিত্য জীবনযাপনে খুব জনপ্রিয় হয়ে ওঠেছে । পাশ্চাত্যের পন্ডিতরা পঞ্চম শতাব্দি থেকে 'ই চিং' গ্রন্থ অনুবাদের কাজ শুরু করেছেন । বেশ কিছু ভাষায় অনুদিত এ গ্রন্থ পাশ্চাত্যের পাঠকদের প্রশংসা পেয়েছে ।(থান ইয়াও খাং)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |