Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি-উত্তর-পূর্ব চীনের বড় ঢোল
  2010-05-14 20:12:51  cri

উত্তর-পূর্ব চীনে আঞ্চলিক অপেরা পরিবেশনের ক্ষেত্রে বড় ঢোল প্রচলনের বয়স ২ শ'রও বেশি সময়ের । এ ধরণের অপেরার বিষয়বস্তুর উত্স হল চীনের ঐতিহ্যবাহী গল্প এবং লোক কাহিনী । উত্তর-পূর্ব চীনে আঞ্চলিক অপেরা পরিবেশনের সময় সংগীতের সুর বাজানোর জন্য বড় ঢোল ব্যবহার করা হয় । গ্রামাঞ্চলে শিল্পীদের মুখে মুখে এ আঞ্চলিক অপেরা প্রচলিত আছে । যেহেতু উত্তরাধিকারীর অভাব এবং জনসাধারণ বড় ঢোলকে খুব পছন্দ করে না বলে এ শিল্পকলা বিলুপ্তির দিকে চলছে । এ সব লোক শিল্পকলা সুরক্ষার জন্য চীন অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সুরক্ষা সংক্রান্ত একটি রাষ্ট্রীয় কার্যক্রম চালু করেছে । এ কার্যক্রমে উত্তর-পূর্ব চীনের বড় ঢোলসহ চীনের কয়েক শ' রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে । এর পাশাপাশি এ সব সাংস্কৃতিক উত্তরাধিকার সুরক্ষা খাতে এ শিল্পকলার বিশেষ উত্তরাধিকারীদের নির্ধারণ করা হয়েছে এবং এ ক্ষেত্রে বড় অংকের অর্থ বরাদ্দ করা হয়েছে । ৫০ বছরেরও বেশি বয়সের মাদাম সিয়া সিয়াও হুয়া উত্তর-পূর্ব চীনের বড় ঢোল শিল্পের একজন উত্তরাধিকারী । তিনি ছ' বছর বয়স থেকে বড় ঢোল বাজানো চর্চা শুরু করেছেন ।

তিনি ছোট বেলা থেকেই বড় ঢোল বাজানোর শিল্পকলা পছন্দ করেন । পুরানো গ্রামাঞ্চলে সাংস্কৃতিক কর্মকান্ড ও আমোদ প্রমোদের ব্যবস্থার অভাব ছিল । প্রতি বছর যখন কৃষি কাজ কম এবং উত্সব পালন করা হতো , তখন আমোদ প্রমোদের জন্য বড় ঢোল শিল্পীদের আমন্ত্রণ জানানো হতো । এ ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচুর গ্রামবাসীরা আকৃষ্ট হতো । সাধারণতঃ হাজার হাজার লোক হাজির হয়ে তা উপভোগ করতো ।

উত্তর-পূর্ব চীনের চি লিন প্রদেশের ইয়্যু সু জেলায় মাদাম সিয়া সিয়াও হুয়ার জন্ম । এ জেলা এ প্রদেশের এমন একটি অঞ্চলে , যেখানে বড় ঢোল নিয়ে আমোদ প্রমোদের রীতি-নীতি খুবই জনপ্রিয় । তার মা এ অঞ্চলের একজন বড় ঢোল শিল্পী । তার মায়ের প্রভাবে তিনি ছোট বেলা থেকেই এ শিল্পকলা পছন্দ করেন । ৮ বছর বয়সে তিনি বড় ঢোল শিল্পী দলের একজন অল্প বয়সী সদস্যে পরিণত হন ।

গত শতাব্দের নব্বইয়ের দশক থেকে জনসাধারণের মধ্যে টেলিভিশন জনপ্রিয় হয়ে ওঠে । জনসাধারণের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমোদ প্রমোদের রকমারি বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠার সংগে সংগে বড় ঢোল শিল্পকলা ক্রমাগত বিলুপ্তির দিকে চলে যাচ্ছে । সেজন্য সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগে বড় ঢোল শিল্পকলার উত্তরাধিকারীদের গড়ে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040