
১৪ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিটে উত্তরপশ্চিম চীনের ছিং হাই প্রদেশের ইয়্যু সু তিব্বতী জাতি স্বায়ত্তশাসিত বিভাগে রিখটার স্কেলে ৭.১ ডিগ্রির ভূমিকম্প হয়েছে ।এ পর্যন্ত ১৭০৬ জন নিহত হয়েছে। প্রত্যেক চীনা হাতে হাত মিলিয়ে এই দারুণ দুঃসময় কাটাচ্ছে। এখন ২৫৬জন নিখোঁজ রয়েছে। তারা ধংসাবশেষের নিচে চাপা পড়ে আছে।
২০০৮ সালে চীনের ওয়েন ছুয়ান ভয়াবহ ভূমিকম্পের আর আমরা সবাই একসাথে গানটি জ্যাক চান গানটি লিখেছিলেন । এ গানের মাধ্যমে আমরা আমাদের ভাই বোন যারা এখনো ধংসাবশেষের নিচে চাপা পড়ে আছে তাদের উদ্দেশ্যে গান গাই । আমরা তোমাদের খুঁজে বের করে আনবোই এবং আমরা সবাই একসাথে থাকবো।
1 2 3 4 5 6 7 8