Web bengali.cri.cn   
画龙点睛:কথা বলা, প্রবন্ধ লেখা অথবা শিল্পকর্ম সৃষ্টি করার সময় গুরুত্বপূর্ণ একটি অংশ সংযোজনের পর বিষয়টি আরো চমত্কার হয়ে ওঠে
  2010-05-04 15:16:04  cri

চীনের প্রাচীনকালের একটি রুপকথায় একজন খুব বিখ্যাত শিল্পীর নাম চাং চেং ইয়াও, তিনি একজন খুব ভালো ছবি আঁকিয়ে একদিন তিনি একটি মন্দিরের দেয়ালে চারটি ড্রাগন আঁকলেন। তবে তিনি এ চারটি ড্রাগনের চোখ আঁকলেন না। সবাই তাকে জিজ্ঞেস করলো, কেন ড্রাগনের চোখ নেই? তিনি তাদের বললেন, যদি আমি ড্রাগনের চোখ আঁকি তাহলে ড্রাগন জীবিত হয়ে উড়ে চলে যাবে। লোকেরা তার কথায় বিশ্বাস করলো না এবং তাকে চোখ আঁকার জন্য বারবার অনুরোধ করতে লাগলো। চাং চেং ইয়াও বাধ্য হয়ে ড্রাগনের চোখ আঁকতে শুরু করলেন। দু'টি ড্রাগনের চোখ আঁকা শেষ হওয়ার পর পরই আকাশে বজ্র ঝড় শুরু হলো। আর এ সময় ড্রাগন দু'টি আকাশে উড়ে চলে গেলো। এ দৃশ্য দেখে লোকজন এ শিল্পীর কথায় বিশ্বাস স্থাপন করলো এবং তার ছবি আঁকা শিল্পের প্রতি সবাই অনেক সম্মান প্রদর্শন করলো।

画龙点睛 এ প্রবাদের অর্থ হল : কথা বলা, প্রবন্ধ লেখা অথবা শিল্পকর্ম সৃষ্টি করার সময় গুরুত্বপূর্ণ একটি অংশ সংযোজনের পর বিষয়টি আরো চমত্কার হয়ে ওঠে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040