Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী ছিং মিং পার্বণ
  2010-05-03 19:04:30  cri
আজ চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি শীর্ষক বিশেষ অনুষ্ঠানে ছিং মিং পার্বণ সম্পর্কে আপনাদের কিছু বলবো । ছিং মিং পার্বণকে বসন্তকালে চীনাদের উপকন্ঠে ঘুরে বাড়ানোর উত্সবও বলা হয় । এ বছরের ৫ এপ্রিল ছিং মিং পার্বণ । চীনের সরকারের নিয়মকানুন অনুযায়ী ৪ থেকে ৬ এপ্রিল ছিং মিং পার্বণ পালনের জন্য তিন দিনব্যাপী ছুটি দেয়া হয় । ছিং মিং পার্বণও এমন একটি ছুটি , যার মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্মৃতি ও শ্রদ্ধা নিবেদন করা হয় ।

চীনের চন্দ্রবর্ষ অনুযায়ী ছিং মিং পার্বণ মানেই প্রকৃত বসন্তকালের সূচনা । চীনে এ পার্বণের বয়স আড়াই হাজার বছরের । 'ছিং মিং' শব্দটার অর্থ এ মৌসুমে হাজার হাজার প্রাণী ও উদ্ভিদের প্রবল প্রাণশক্তি এবং পরিবেশের বিশুদ্ধতা অর্জন ।

ছিং মিং পার্বণ চলাকালে পূর্বপুরুষদের উদ্দেশ্য শ্রদ্ধা নিবেদন করার রীতি-নীতিও প্রচলিত রয়েছে । এ দিন স্মৃতি ও শ্রদ্ধা নিবেদনের জন্য হান জাতি ও অন্যান্য জনসংখ্যালঘু জাতির লোকজন পূর্বপুরুষদের সমাধিস্থলে যান । এর পাশাপাশি তারা নানা রকম খাবার ও মোমবাতিও নিয়ে যান জ্বালানোর জন্য । ছিন মিং পার্বণের আগে ও পরের সময়কালে চীনের বেশির ভাগ অঞ্চলে বর্ষা শুরু হয় । বৃষ্টিপাতে নিহত পরিবার পরিজন ও পূর্বপুরুষদের প্রতি তাদের স্মৃতি ও শ্রদ্ধা নিবেদনের মনোভাব আরো ফুটে উঠে ।

চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অংশ হিসেবে ছিং মিং পার্বণে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের রীতি-নীতি এখনো প্রচলিত আছে । গ্রামাঞ্চলে ছিং মিং পার্বণ বিষয়ক স্মৃতিমূলক পুরানো আচার ব্যবহার এখনো বজায় রয়েছে । শহরের লোকজন সমাধিস্থলের সামনে পূর্বপুরুষদের প্রতি পুষ্প্যমাল্য অর্পণ করেন । বর্তমানে পরিবেশ সুরক্ষা এবং চীনের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধির চাহিদা মেটানোর জন্য চীনের লোকজন পূর্বপুরুষদের প্রতি স্মৃতি ও শ্রদ্ধা নিবেদনের ব্যাপারে বেশ কিছু নতুন পদ্ধতিও গ্রহণ করছেন । কেউ কেউ ইন্টারনেটের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা অবলম্বন করছেন । এ ছাড়া চীনের লোকজন পূর্বপুরুষ ও শহীদদের প্রতি স্মৃতি ও শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতি তর্পণ আলোচনা সভার আয়োজন , পুষ্প্যমাল্য অর্পণ এবং শুভেচ্ছা জানানোসহ স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করার বিবিধ স্মৃতি অনুষ্ঠানেরও আয়োজন করে থাকেন । এতে পুরানো কুসং স্কারের পরিবর্তে আধুনিক যুগের সভ্য পদ্ধতি ব্যবহার শুরু হয়েছে ।

ঐতিহ্যবাহী সংস্কৃতিকে উত্তরাধিকার সূত্রে গ্রহণের জন্য বর্তমানে ছিং মিং পার্বণকে চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ।

চীনের ছিং মিং পার্বণের ছুটিতে নানা রকম ক্রীড়া অনুষ্ঠান এবং ছুটি বিনোদনের তত্পরতারও আয়োজন করা হয় । (থান )

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040