Web bengali.cri.cn   
চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার-নিং সিয়া হুই জাতির 'খৌ স্যুয়ান'
  2010-04-30 21:55:13  cri

উত্তর পশ্চিম চীনের নিং সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের নারীদের মধ্যে দীর্ঘকাল ধরে ' খৌ স্যুয়ান' নামের এক ধরণের প্রাচীন বাদ্যযন্ত্রের প্রচলন রয়েছে । খৌ স্যুয়ান দিয়ে বাজানো সংগীতের সুর মধুর । এ বাদ্যযন্ত্র এ অঞ্চলে খুবই জনপ্রিয় ছিল । আধুনিক যুগে খৌ স্যুয়ান বাদ্যযন্ত্র তৈরির প্রবীণ শিল্পীরা আর কেউ নেই । অল্প বয়সীরা এ বাদ্যযন্ত্র বাজানোর প্রযুক্তিও বেশি জানেন না । সুতরাং খৌ স্যুয়ান বাদ্যযন্ত্র তৈরি ও বাজানোর কৌশলকে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে । ২০০৬ সালে খৌ স্যুয়ানকে অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সুরক্ষা বিষয়ক চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রথম দফা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । আজ এ অনুষ্ঠানে চীনের নিং সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের খৌ স্যুয়ান বাদ্যযন্ত্রের সুরক্ষা ও উত্তরাধিকার সূত্রে গ্রহণ সম্পর্কে কিছু বলবো ।

খৌ স্যুয়ান বাদ্যযন্ত্র বাঁশ বা ধাতুর রীড দিয়ে তৈরি করা হয় । রীড ১০ সেন্টিমিটারেরও বেশি লম্বা । বাদক মুখের আকার পরিবর্তন এবং শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সংগীতের বিভিন্ন সুর বাজান ।

মাদাম আন ইউ কুও নিং সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন উপঅধ্যাপক । তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে খৌ স্যুয়ান চর্চা করেছেন । তাকে হুই জাতির 'খৌ স্যুয়ানের রাণী ' বলা হয় । আন ইউ কুও-এর মায়ের নাম আনি । ১৯৫৮ সালে আনি ছিলেন পেইচিং সংগীত ও নৃত্যনাট্য ইনস্টিটিউটের একজন তরুণী শিল্পী । লোক শিল্পকলার প্রতি তার নিবিড় আনুগত্যের কারণে তিনি নিং সিয়ায় চলে আসেন । তিনি বিবিধ লোক সংগীত সংগ্রহের জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন । তিনি নিং সিয়ায় ৪৩ বছর বসবাস করেছেন ।

মায়ের প্রভাবে আন ইউ কুও ছোট বেলা থেকেই লোক শিল্পকলার প্রতি নিবিড় কৌতূহল প্রকাশ করেছেন । বড় হওয়ার পর তিনি কারখানা, ছাপা ঘর ও রেল সংস্থায় চাকরি করতেন । তিনি আগ্রহের সঙ্গে বিভিন্ন সংস্কৃতি ও শিল্পকলা তত্পরতায় যোগ দিতেন । ২০০২ সালে চীনের কেন্দ্রীয় টেলিভিশন-সিসিটিভি'র উদ্যোগে জাতীয় লোক সংস্কৃতি ও শিল্পকলা প্রতিযোগিতায় তিনি নিং সিয়ার অন্যান্য সদস্যদের সঙ্গে খৌ স্যুয়ান দিয়ে নিজের রচিত লোক সংগীত পরিবেশন করেন । এতে তিনি রৌপ্য পুরস্কার পেয়েছেন ।

২০০৬ সালে চীনের রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে নিং সিয়া হুই জাতির খৌ স্যুয়ান বাদ্যযন্ত্রের অন্যতম উত্তরাধিকারী হিসেবে অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সুরক্ষা সংক্রান্ত তালিকায় আন ইউ কুওকে শামিল করা হয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040