|
中(zhōng) 国(guó) 外(wài) 交(jiāo) 部(bù) 发(fā) 言(yán) 人(rén) 姜(jiāng) 瑜(yú) 27日(rì) 在(zài) 北(běi) 京(jīng) 举(jǔ) 行(xíng) 的(de) 例(lì) 行(xíng) 记(jì) 者(zhě) 会(huì) 上(shàng) 表(biǎo) 示(shì) ,中(zhōng) 方(fāng) 对(duì) 苏(sū) 丹(dān) 全(quán) 国(guó) 大(dà) 选(xuǎn) 顺(shùn) 利(lì) 举(jǔ) 行(xíng) 表(biǎo) 示(shì) 欢(huān) 迎(yíng) ,充(chōng) 分(fèn) 尊(zūn) 重(zhòng) 苏(sū) 丹(dān) 人(rén) 民(mín) 作(zuò) 出(chū) 的(de) 选(xuǎn) 择(zé) ,祝(zhù) 贺(hè) 巴(bā) 希(xī) 尔(ěr) 总(zǒng) 统(tǒng) 及(jí) 南(nán) 方(fāng) 自(zì) 治(zhì) 政(zhèng) 府(fǔ) 主(zhǔ) 席(xí) 基(jī) 尔(ěr) 分(fēn) 别(bié) 当(dāng) 选(xuǎn) 连(lián) 任(rèn) 。
অনুবাদ:
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ২৭ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, চীন সুদানের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে। তিনি প্রেসিডেন্ট ওমর হাসান আহমেদ এল-বাশির ও দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্তশাসিত সরকারের চেয়ারম্যান সালভা কির মায়ার্ডিট পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গে চিয়াং ইউ বলেন, এটি সুদানের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি সুদানের স্থিতিশীলতা , জাতীয় শান্তি ও সমঝোতার জন্য কল্যাণকর।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |