Web bengali.cri.cn   
চীন সুদানের সুষ্ঠু নির্বাচনকে স্বাগত জানিয়েছেঃ চিয়াং ইউ
  2010-04-27 20:35:13  cri
外(wài) 交(jiāo) 部(bù) 发(fā) 言(yán) 人(rén) 表(biǎo) 示(shì)  中(zhōng) 方(fāng) 对(duì) 苏(sū) 丹(dān) 全(quán) 国(guó) 大(dà) 选(xuǎn) 顺(shùn) 利(lì) 举(jǔ) 行(xíng) 表(biǎo) 示(shì) 欢(huān) 迎(yíng)

中(zhōng) 国(guó) 外(wài) 交(jiāo) 部(bù) 发(fā) 言(yán) 人(rén) 姜(jiāng) 瑜(yú) 27日(rì) 在(zài) 北(běi) 京(jīng) 举(jǔ) 行(xíng) 的(de) 例(lì) 行(xíng) 记(jì) 者(zhě) 会(huì) 上(shàng) 表(biǎo) 示(shì) ,中(zhōng) 方(fāng) 对(duì) 苏(sū) 丹(dān) 全(quán) 国(guó) 大(dà) 选(xuǎn) 顺(shùn) 利(lì) 举(jǔ) 行(xíng) 表(biǎo) 示(shì) 欢(huān) 迎(yíng) ,充(chōng) 分(fèn) 尊(zūn) 重(zhòng) 苏(sū) 丹(dān) 人(rén) 民(mín) 作(zuò) 出(chū) 的(de) 选(xuǎn) 择(zé) ,祝(zhù) 贺(hè) 巴(bā) 希(xī) 尔(ěr) 总(zǒng) 统(tǒng) 及(jí) 南(nán) 方(fāng) 自(zì) 治(zhì) 政(zhèng) 府(fǔ) 主(zhǔ) 席(xí) 基(jī) 尔(ěr) 分(fēn) 别(bié) 当(dāng) 选(xuǎn) 连(lián) 任(rèn) 。

অনুবাদ:

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ২৭ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, চীন সুদানের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে। তিনি প্রেসিডেন্ট ওমর হাসান আহমেদ এল-বাশির ও দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্তশাসিত সরকারের চেয়ারম্যান সালভা কির মায়ার্ডিট পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গে চিয়াং ইউ বলেন, এটি সুদানের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি সুদানের স্থিতিশীলতা , জাতীয় শান্তি ও সমঝোতার জন্য কল্যাণকর।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040