|
এখন শুনুন মে ডে গ্রুপের গাওয়া 'প্রতিটি মুহুর্তে' গানটি । এটি তাদের চতুর্থ এলবাম 'টাইম মেশিন' থেকে নেয়া হয়েছে । গানের কথাগুলো হলো :
আমি জানি না কেন যে আমি এখনো বেঁচে আছি, কেন যে এতটা আবেগ তাড়িত হচ্ছি আর আমার অনুভূতির কম্টনকে থামাতে পারছি না ?
বলো না, কেন তুমি বললে আমাদের সব কিছু ভুলে যেতে চাও, চলে যেতে চাও আমায় ছেড়ে ?
একদিন আমরা আনন্দে ছিলাম একত্রে, ছিলাম নিজেদের মাঝে বিভোর,
সেই তুমি আমার কাছে স্মুতি হযে যেতে চাও আমার শুভ কামনা করে ।
তোমার বলার ভঙ্গি আমার হৃদয়কে আহত আর বেদনার করুণ আর্তিতে শিক্ত করে-
তোমার জন্য আমার হাতের শিরা কেটে রক্তের বণ্যা বইয়ে দিতে চাই যাতে আর আমি কোনদিন জেগে না উঠি, তারপরও চাই না আমাদের গতকালের সুন্দর স্মৃতিগুলো হারাতে,
একদিন আমরা আনন্দে ছিলাম একত্রে, ছিলাম নিজেদের মাঝে বিভোর,
সেই তুমি আমার কাছে স্মুতি হযে যেতে চাও আমার শুভ কামনা করে ।
এখানেই আমাদের শেষ, সত্যিকার অর্থে আমরা একে অপরকে ভুলে যাবো, আমদের মাঝে আর থাকবে না ভালোবাসার কোন বন্ধন;
প্রতিটি মুহূর্তেই প্রতিটি ঘটনা আমাকে পীড়িত করবে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |