Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-'কুয়ান চি'
  2010-04-16 20:48:05  cri

আজ এ অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-'কুয়ান চি' সম্পর্কে আপনাদের কিছু বলবো । কুয়ান চি বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুর মধুর ও আনন্দপূর্ণ । চীনের বিভিন্ন আঞ্চলিক অপেরা পরিবেশনের সময় কুয়ান চি বাদ্যযন্ত্র দিয়ে অপেরার বিভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য ও আচরণ ফুটিয়ে তোলা হয় ।

কুয়ান চি বাদ্যযন্ত্রের ইতিহাস অতি সুদীর্ঘকালের । পারস্য থেকে এ বাদ্যযন্ত্র চীনে এসেছে এবং চীনে এর সংস্কার হয়েছে । চীনের প্রাচীনকালে এ বাদ্যযন্ত্রকে 'পি লি' বা 'লু কুয়ান' বলা হতো । ২ হাজার বছরের বেশি আগে অর্থাত্ পশ্চিম হান রাজবংশের আমলে কুয়ান চি উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াংয়ে একটি খুব জনপ্রিয় বাদ্যযন্ত্র ছিল । পরে চীনের মধ্যাংশে এ বাদ্যযন্ত্রের প্রচলন শুরু হয় । এ বাদ্যযন্ত্র বাজানোর কৌশল ক্রমাগত উন্নত হয়েছে । বর্তমানে কুয়ান চি বাদ্যযন্ত্রের ব্যবহার উত্তর চীনের জনসাধারণের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ।

কুয়ান চি বাদ্যযন্ত্রের কাঠামো একটু সরল । কিন্তু তার ব্যবহার খুব ব্যাপক । এ বাদ্যযন্ত্র দিয়ে একক বা দলগতভাবে সংগীতের সুর বাজানো যায় । বিশেষ করে উত্তর চীনের লোক সংগীত বাজানোর ব্যাপারে ব্যবহার্য বেশ কিছু বাদ্যযন্ত্রের মধ্যে এ বাদ্যযন্ত্র একটি অপরিহার্য বাদ্যযন্ত্র হয়ে দাঁড়িয়েছে । কুয়ান চি এমন এক রকম বাদ্যযন্ত্র , যে বাদ্যযন্ত্র মানুষের মুখের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কম্পন সৃষ্টি করে সংগীতের সুর বাজানো হয় । এ বাদ্যযন্ত্রে চড়া স্বরও বাজানো যায় , তা দিয়ে সংগীত বাজালে মধুর , উদার ও গ্রামীণ বৈশিষ্ট্যসম্পন্ন পরিবেশ অনুভব করা যায় । এ বাদ্যযন্ত্র বাজানোর কোশলও বৈচিত্র্যপূর্ণ । সংগীতের সুর বাজানোর সময় মুখের আকার পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন মানুষের শব্দ ও প্রাণীর আওয়াজ অনুকরণ করা যায় । এতক্ষণ আপনারা ' গাধা বিচরণ' নামের একটি লোক সংগীত শুনেছেন । এ সংগীতের সুর উদার ও আবেগপূর্ণ । এতে উত্তর চীনের হো পেই প্রদেশের জনগণের রসিকতার স্বভাব এবং জনসমাবেশের উত্সাহব্যঞ্জক পরিবেশ প্রকাশ পেয়েছে ।

কুয়ান চি বাদ্যযন্ত্র রকমারি এবং তার বাজানোর কৌশলও বৈচিত্র্যময় । এ বাদ্যযন্ত্রকে বড় , মাঝারি ও ছোট এ তিনটি ভাগে বিভক্ত করা হয় । গত শতাব্দির ষাটের দশকে সংস্কার চালানোর পর নতুন জাতের কুয়ান চি বাদ্যযন্ত্রও তৈরি করা হয়েছে । এ নতুন বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুর আরো বৈচিত্র্যপূর্ণ করে তোলা হয়েছে । সংগীতের সুর পরিবর্তনের পাশাপাশি এ বাদ্যযন্ত্রের বাজানো কৌশল আরো উন্নত হয়েছে এবং সংগীতের সুর আরো আকর্ষণীয় হয়ে উঠেছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040