Web bengali.cri.cn   
কৃষক সংগিত
  2010-04-13 21:20:57  cri

রক্তিম পূর্ব হচ্ছে একটি বড় ধরনের অপেরা যার মধ্যে রয়েছে বিংশ শতাব্দীর শুরু থেকে ১৯৪৯ সালে গণ চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সময়কালের সংগীত ও নৃত্যসহ স্বাধীনতার জন্য ঐতিহাসিক উল্লেখযোগ্য ঘটনা । এ অপেরাটি বেইজিং-এর মহাগণভবনে প্রথম পরিবেশিত হয় ১৯৬৪ সালের দোসরা অক্টোবর । অপেরাটি এ পর্যন্ত ১৫ বার পরিবেশিত হয়েছে । প্রায় তিন হাজার পাচঁশ' শিল্পী এতে অংশ নেন।.চীনের সাবেক প্রধানমন্ত্রী চৌ আন লাই ছিলেন এ অপেরার মূলপরিকল্পনাকারী । রক্তিম পূর্ব উত্তরাধিকার সূত্রেই পেয়েছে চীনের ঐতিহ্যিক সংগীত ও নৃত্য । এতে রয়েছে বিপ্লবের চেতনাঁয় উদ্বুদ্ধ বিশটি সংগীত ও বিশটি নৃত্য । ১৯৬৫ সালের অক্টোবর মাসে রক্তিম পূর্ব অপেরাটি চলচ্চিত্রায়িত হয় । তখন থেকেই এটি চীনা জনগণের কাছে স্মরণীয় হয়ে রয়েছে ।

1 2 3 4 5 6 7 8 9 10
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040