Web bengali.cri.cn   
পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেয়া কিছু দেশের নেতৃবৃন্দ ওবামার সাথে সাক্ষাত্ করেছেন
  2010-04-13 18:13:19  cri
美(měi) 国(guó) 总(zǒng) 统(tǒng) 奥(ào) 巴(bā) 马(mǎ) 11日(mì) 在(zài) 华(huá) 盛(shèng) 顿(dùn) 会(huì) 见(jiàn) 了(le) 参(cān) 加(jiā) 核(hé) 安(ān) 全(quán) 峰(fēng) 会(huì) 的(de) 5个(gè) 国(guó) 家(jiā) 的(de) 领(lǐng) 导(dǎo) 人(rén) 。

奥(ào) 巴(bā) 马(mǎ) 当(dàng) 天(tiān) 会(huì) 见(jiàn) 的(de) 与(yù) 会(huì) 国(guó) 领(lǐng) 导(dǎo) 人(rén) 有(yǒu) 印(yìn) 度(dù) 总(zǒng) 理(lǐ) 辛(xīn) 格(gé) 、巴(bā) 基(jī) 斯(sī) 坦(tǎn) 总(zǒng) 理(lǐ) 吉(jí) 拉(lā) 尼(ní) 、哈(hā) 萨(sà) 克(kè) 斯(sī) 坦(tǎn) 总(zǒng) 统(tǒng) 纳(nà) 扎(zhā) 尔(ěr) 巴(bā) 耶(yē) 夫(fū) 、南(nán) 非(fēi) 总(zǒng) 统(tǒng) 祖(zǔ) 马(mǎ) 及(jí) 尼(ní) 日(rì) 利(lì) 亚(yà) 代(dài) 总(zǒng) 统(tǒng) 乔(qiáo) 纳(nà) 森(sēn) 。

来(lái) 自(zì) 包(bāo) 括(kuò) 中(zhōng) 国(guó) 在(zài) 内(nèi) 的(de) 47个(gè) 国(guó) 家(jiā) 的(de) 领(lǐng) 导(dǎo) 人(rén) 或(huò) 代(dài) 表(biǎo) 及(jí) 联(lián) 合(hé) 国(guó) 、国(guó) 际(jì) 原(yuán) 子(zǐ) 能(néng) 机(jī) 构(gòu) 、欧(ōu) 盟(méng) 等(děng) 国(guó) 际(jì) 和(hé) 地(dì) 区(qū) 组(zǔ) 织(zhī) 负(fù) 责(zé) 人(rén) 已(yǐ) 决(jué) 定(dìng) 出(chū) 席(xí) 将(jiāng) 于(yú) 本(běn) 月(yuè) 12日(rì) 至(zhì) 13日(rì) 在(zài) 美(měi) 国(guó) 首(shǒu) 都(dū) 华(huá) 盛(shèng) 顿(dùn) 举(jǔ) 行(xíng) 的(de) 核(hé) 安(ān) 全(quán) 峰(fēng) 会(huì) 。峰(fēng) 会(huì) 将(jiāng) 主(zhǔ) 要(yào) 讨(tǎo) 论(lùn) 恐(kǒng) 怖(bù) 主(zhǔ) 义(yì) 威(wēi) 胁(xié) 、世(shì) 界(jiè) 各(gè) 国(guó) 和(hé) 国(guó) 际(jì) 社(shè) 会(huì) 的(de) 应(yìng) 对(duì) 措(cuò) 施(shī) 及(jí) 国(guó) 际(jì) 原(yuán) 子(zǐ) 能(néng) 机(jī) 构(gòu) 在(zài) 核(hé) 安(ān) 全(quán) 领(lǐng) 域(yù) 的(de) 作(zuò) 用(yòng) 等(děng) 问(wèn) 题(tí) 。

অনুবাদ:

পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেয়া পাঁচটি দেশের নেতৃবৃন্দ ১১ এপ্রিল ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ করেছেন।

এ পাঁচটি দেশের নেতৃবৃন্দ হলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান আবিশেভিছ নাজারবায়েভ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকোব জুমা ও নাইজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গুডলাক জনাথন।

চীনসহ ৪৭টি দেশের নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ এবং জাতিসংঘ, আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থা ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাগণ ১২ ও ১৩ এপ্রিল এ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শীর্ষ সম্মেলনে তারা সন্ত্রাসবাদের হুমকি, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মোকাবিলার ব্যবস্থা এবং আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থার পরমাণু নিরাপত্তা ক্ষেত্রের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040