|
এতক্ষণ আপনারা হু শি তার নামের বাদ্যযন্ত্রে বাজানো ' মাতৃভূমির প্রশংসা' নামক একটি লোকসংগীত শুনলেন । এ গানের সুর আনন্দ ও স্ফুর্তিপূর্ণ । গানের মধুর সুরে হু শি তার নামের বাদ্যযন্ত্রের বৈশিষ্ট্য পুরোপুরি ফুটে উঠেছে ।
হু শি তার এক রকম প্রাচীন লোক বাদ্যযন্ত্র । গত শতাব্দির সত্তরের দশকের আগে এ বাদ্যযন্ত্রকে ' এ শি তার' বলা হতো । তখন সিনচিয়াং-এ এ বাদ্যযন্ত্রের ব্যবহার খুব কম ছিল । ফারসী ভাষায় 'এ শি তার' মানে ৮টি তারযুক্ত বাদ্যযন্ত্র । বিশেষজ্ঞদের মতে ' এ শি তার' পাশ্চাত্য বাদ্যযন্ত্র বেহালা থেকে এসেছে । গত শতাব্দির পঞ্চাশের দশকে সিনচিয়াংয়ের উইগুর জাতির বিখ্যাত এক বাদক একটি দর্শনীয় স্থানের দেয়ালচিত্র থেকে 'এ শি তার ' বাদ্যযন্ত্র আবিষ্কার করেন । পরে তিনি সিনচিয়াংয়ের অন্যান্য যাদুঘরে অনুরূপ বাদ্যযন্ত্রের ছবিও দেখেন । এতে এ বাদ্যযন্ত্র সংস্কারের জন্য তার বাসনা জেগে ওঠে । তুরসেন নামে সিংচিয়াংয়ের এ বিখ্যাত বাদক ' এ শি তার' সম্পর্কিত সংশ্লিষ্ট বহু তথ্য সংগ্রহ করেন । ১৯৭৫ সালে তিনি ' এ শি তার'-এর মতো বাদ্যযন্ত্র তৈরি করেন ।
এ নতুন বাদ্যযন্ত্র ১১টি তারযুক্ত । বাদ্যযন্ত্রের উপর দিক ভরতপাখির নক্সা দিয়ে সাজানো হয় । ফলে বাদ্যযন্ত্র তৈরির উপকরণ ও বাজানোর কৌশলের দিক থেকেও অনেক উন্নতি হয় । সুতরাং তিনি এ বাদ্যযন্ত্রকে 'এ শি তার'-এর পরিবর্তে 'হু শি তার' নাম দেন । উইগুর ভাষায় 'হু শি' শব্দটার অর্থ খুবই মধুর । 'তার' শব্দটা মানে বেহালার তার । এ দু'টি শব্দের অর্থ গানের মধুর সুর ।
এ নতুন বাদ্যযন্ত্র ৮০ সেন্টিমিটার লম্বা । আকারের দিক থেকে এটি পাশ্চাত্য বাদ্যযন্ত্র ম্যানডলিনের মতো । এটা উত্তম কাঠ দিয়ে তৈরি করা হয় ।
হু শি তার বাদ্যযন্ত্রে বাজানোর পদ্ধতি 'এজেক' নামের উইগুর জাতির অন্য এক ধরণের বাদ্যযন্ত্রের মতো । হু শি তার দিয়ে সংগীতের সুর বাজানোর ব্যাপারে দেশ-বিদেশের বেশ কয়েকটি তারযুক্ত বাদ্যযন্ত্রের কৌশল কাজে লাগানো হয় । তাতে বিভিন্ন বাদ্যযন্ত্রের বৈশিষ্ট্য তুলে ধরা হয় । (থান ইয়াও খাং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |