Web bengali.cri.cn   
朝三暮四:সকালে তিনটা এবং সন্ধ্যায় চারটা
  2010-04-06 14:20:40  cri

প্রাচীনকালে সুং রাজবংশে একজন বৃদ্ধা ছিল । তিনি তার বাসায় অনেক বানর লালন পালন করতেন। প্রতিদিন এ বৃদ্ধা প্রত্যেক বানরকে ৮টিন করে বাদাম দিতেন । সকালে চারটা এবং সন্ধ্যায় চারটা । দিনে দিনে বানরের সংখ্যা আরো বেশি বেড়ে যায় । এ বৃদ্ধাও আরো গরীব হয়ে পড়েন। তাই তিনি প্রতিদিন প্রতিটি বানরকে একটি বাদাম কমিয়ে ৭টি করে বাদাম দিতে চান। তাই তিনি ...বানরগুলোর সঙ্গে .পরামর্শ করে বলেন, আজ থেকে আমি প্রতিদিন সকালে তোমাদের চারটি বাদাম এবং সন্ধ্যায় তিনটি বাদাম দেব, কেমন? বানরগুলো চিন্তা করে বললো, কেন সন্ধ্যায় একটি বাদাম কম , আমরা রাজি হবো না। বৃদ্ধা তাদের কথা শুনে বলেন, তাহলে আমি সকালে তোমাদের তিনটে বাদাম দেব আর সন্ধ্যায় চারটি বাদাম ঠিক আছে ? এভাবে চলবে? বানররা শুনে মনে করলো সন্ধ্যার বাদাম বেশি হয়েছে, আগের মতই চারটি হয়েছে, তাই তারা খুব খুশি হলো।

এ প্রবাদের অর্থ: সকালে তিনটা এবং সন্ধ্যায় চারটা । অর্থাত্ কি না আসল সমস্যার কোনপরিবর্তন হয় নি। তবে অনেকেই এভাবে ধোকা দিয়ে পরিবর্তনের কথা বলে সহজেই অন্যকে ঠকিয়ে থাকে ।

(শুয়েই ফেই ফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040