|
৭১ বছর বয়স্ক পাই ইং চা কান অন্তঃর্মঙ্গোলিয়ার ছে ফুং শহরের আলু কিরসিন জেলার একজন পশুপালক । ২০০৯ সালের ১৩ই জুন তাকে লা লা গাড়ি তৈরির একমাত্র উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করা হয় । সম্প্রতি সাক্ষাত্কার নেয়ার জন্য যখন সংবাদদাতা তার বাসায় যান , তখন তিনি তার বাড়ির প্রাঙ্গণে একটি নতুন তৈরি গাড়ি পরীক্ষা করছিলেন । তিনি বলেন , এখন গ্রামবাসীদের পক্ষে লা লা গাড়ি কেনার চাহিদা অনেক কমে গেছে ।
আগে কৃষি কাজ ও মানুষের জীবনযাপনে গরু-চালিত লা লা গাড়ির ব্যবহার বেশি ছিল । বর্তমানে শুধু বিভিন্ন দর্শনীয় স্থান ও মঙ্গোলিয় জাতির বৈশিষ্ট্যপূর্ণ ' নাদামু' নামের ক্রীড়া প্রতিযোগিতায় তা ব্যবহার করা হয় ।
লা লা গাড়ি চার মিটারেরও বেশি লম্বা । প্রত্যেকটি গাড়ির দু'টি চাকা আছে । গাড়িতে তাবু সজ্জিত করা হয় । লা লা গাড়ির চাকা বড় , কাঠামো সরল এবং ব্যবহার সহজ । তা তৃণভূমি , তুষারে ঢাকা অঞ্চল , জলাভূমি এবং মরুভূমিতে ব্যবহার উপযোগী । গাড়িতে কয়েক শ' কিলোগ্রাম ওজনের মাল বহন করা যায় । এ গাড়ি চালানোর জন্য গরু , ঘোড়া ও উট ব্যবহার করা হতো । আগে পশুপালকদের পানি আনা , জ্বালানী পরিবহন , বিয়ের অনুষ্ঠানে ব্যবহার্য দ্রব্য ও নিত্য ব্যবহার্য দ্রব্য আনার জন্য তার ব্যাপক প্রয়োজনও ছিল ।
আগে পশুপালন এলাকায় উত্পাদন ও জীবনযাপনের জন্য লা লা গাড়ির ব্যবহার খুব জনপ্রিয় ছিল । বৃদ্ধ পাই ইং চা কান ছোট বেলা থেকেই এ গাড়ি মেরামত ও তৈরির কাজ শুরু করেন । গত ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি অজস্র লা লা গাড়ি মেরামত করেছেন ।
বর্তমানে তৃণভূমিতে পশুপালকরা বিভিন্ন মোটর গাড়ি ব্যবহার করছেন । লা লা গাড়ির ব্যবহার আর নেই । হস্ত শিল্প দ্রব্য ও পর্যটনের বস্তু হিসেবে এ গাড়ি শুধু দর্শনীয় স্থানে ব্যবহার করা হচ্ছে । এক ধরনের ঐতিহ্যবাহী হস্ত শিল্প দ্রব্য হিসেবে তা উত্তরাধিকার সূত্রে গ্রহণ করা দরকার । (থান ইয়াও খাং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |