Web bengali.cri.cn   
"কনফুসিয়াস"
  2010-03-26 20:50:38  cri








কনফুসিয়াস চলচ্চিত্রের সংক্ষিপ্ত পরিচয়:

খৃষ্ট পূর্ব ষষ্ঠ শতাব্দীতে কয়েক শ বছরের স্থায়ী চৌ রাজবংশ প্রায় পতনের সম্মুখীন । বিভিন্ন ছোট ছোট রাজ্য একটি অঞ্চল দখল করে দেশের একমাত্র রাজা হওয়ার জন্য যুদ্ধ করছে । তখন ছিল চীনের ইতিহাসের একটি উজ্জ্বল যুগ । এ যুগে যুদ্ধ আছে , বীর আছে , চিন্তাধারা আছে এবং বিখ্যাত বই আছে । ইতিহাসে এ যুগকে "ছুন ছিউ" যুগ বলা হয় ।

কনফুসিয়াসের নাম ছিউ । তিনি তখনকার একটি ছোট্ট রাজ্য লু রাজ্যের একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন । তখন সমাজের অস্থিতিশীল পরিস্থিতির জন্য তিনি ছিলেন খুব উদ্বিগ্ন । তিনি তার উন্নত মানের চিন্তাধারা ও মেধার দ্বারা ছুন ছিউ যুগের ইতিহাসের ওপর প্রভাব ফেলতে ইচ্ছুক। তবে ইতিহাসের অন্যান্য বিখ্যাত পন্ডিতের মত তখন কনফুসিয়াসের যুগ শুরু হয় নি । যদিও তিনি লু রাজ্যের একজন কর্মকর্তা ছিলেন এবং তার সাহস ও বুদ্ধি লু রাজ্যকে মর্যাদা বান ও শক্তিশালী হয়ে ওঠার সুযোগ এনে দিয়েছে । তবে তার রাজনৈতিক চিন্তাধারা বাস্তবে রূপায়িত করা দুসাধ্য হয়ে দাঁড়ায় । এরপর নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য কনফুসিয়াস তার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন রাজ্যে নিজের চিন্তাধারা জনপ্রিয় করার জন্য ১৪ বছর ধরে প্রচেষ্টা চালাতে থাকেন । তখনকার সামাজিক পরিস্থিতি এত অস্থিতিশীল এবং এত বিপদজনক ছিল যে তার বাছাই করা এ পথ ছিল অনেক কঠিন । তার সারা জীবন শিক্ষার্থীদের শেখানোর মধ্য দিয়ে কেটে গেছে । তার মৃত্যুবরণের পর তার চিন্তাধারা চীনা জাতির মর্মের ভিত্তিতে পরিণত হয়েছে । (শুয়েই ফেই ফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040