Web bengali.cri.cn   
চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার-হু পেই প্রদেশের 'ছাং ইয়াং নান ছ্যু'নামের সংগীতের সুর
  2010-03-22 11:01:52  cri

'ছাং ইয়াং নান ছ্যু' এমন এক রকম প্রসিদ্ধ আঞ্চলিক অপেরা , যে অপেরা মধ্য চীনের হু পেই প্রদেশের থু চিয়া জাতি স্বায়ত্তশাসিত জেলার ছিং চিয়াং নদীর অববাহিকায় খুব জনপ্রিয় হয়ে উঠেছে । এ অপেরার স্বর চড়া , মধুর , আবেগপূর্ণ এবং বিষয়বস্তু প্রাচুর্যময় । অপেরাটিকে ' সুগন্ধী পাহাড়ী ফুল' বলে অভিহিত করা হয় । আজ এ অনুষ্ঠানে এ অপেরা সম্পর্কে আপনাদের কিছু বলবো ।

থু চিয়া নামের সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকা হিসেবে ছাং ইয়াং অঞ্চল হু পেই প্রদেশের ই ছাং শহরে অবস্থিত । এ অঞ্চল হল চীনের প্রাচীনকালের দুই ধরনের ঐতিহ্যবাহী সংস্কৃতি-' পা সংস্কৃতি' ও 'ছু সংস্কৃতি'-এর সংযোগস্থল । ই ছাং-এর লোক অপেরায় এ দু' ধরনের সংস্কৃতি ফুটে উঠে । ছাং ইয়াং থু চিয়া জাতি স্বায়ত্তশাসিত জেলার লোক ঐতিহ্যবাহী সংস্কৃতি সুরক্ষা কেন্দ্রের কর্মকর্তা বলেন , মিং ও ছিং রাজবংশের আমলের লোক সংগীতের ভিত্তিতে ছাং ইয়াং নান ছ্যু সংগীতের উদ্ভব হয় । ছিং রাজবংশের আমলে থু চিয়া জাতি এলাকায় এ সংগীতের প্রচলন হয় । এতে হান জাতির সংস্কৃতির সঙ্গে থু চিয়া জাতির সংস্কৃতি সংযুক্ত হয়েছে ।

ছাং ইয়াং নান ছ্যু হল হু পেই প্রদেশের একটি প্রাচীন আঞ্চলিক অপেরা । অনুমাণ করা হচ্ছে , দু' শ'রও বেশি আগে অর্থাত্ ছিং রাজবংশের আমলে ছাং ইয়াং-এ এ অপরার প্রচলন হয় ।

পেশাগত শিল্পীর অভাবের কারণে যুগ যুগ ধরে জনসাধারণ , বন্ধু-বান্ধব এবং পরিবার পরিজনের মুখে মুখে এ অপেরার প্রচলন ছিল । থু চিয়া জাতির গ্রামে এখনো যখন নববর্ষ , বিয়ে ও জন্ম দিন উদযাপন করা হয় , তখন এ অপেরা বেশি পরিবেশন করা হয় । ছাং ইয়াং-এর চি ছুউ নামের জায়গা নান ছ্যু'র থানা বলে গণ্য করা হয় । প্রতি দিন রাতে বেহালায় বাজানো সংগীতের তালে তালে এ অপেরা গাওয়ার শব্দ শোনা যায় ।

ছাং ইয়াং নান ছ্যু অপেরার ক্ষেত্রে অন্তর্ভুক্ত । এ অপেরার মাধ্যমে সংগীত ও ভাষা সুন্দর সংযুক্ত হয়েছে ।

মানুষের নিত্য জীবনযাপনে ছাং ইয়াং নান ছ্যু পরিবেশনের পদ্ধতিও নানা রকমের । কখনো কখনো একজন , কখনো কখনো বা দলগতভাবে পরিবেশন করা হয় ।

ছাং ইয়াং নান ছ্যু'তে থু চিয়া জাতির পাহাড়ী জীবনযাপন, ওখানকার সবুজ পাহাড় ও স্বচ্ছ পানির বর্ণনা করা হয়েছে । ছাং ইয়াং নান ছ্যু থু চিয়া জাতির জনগণের জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । এতে থু চিয়া জাতির জীবনযাপনের জন্য আরো বেশি ও নিবিড় বৈশিষ্ট্য দেয়া যায় ।

জনসাধারণের লোক সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে ছাং ইয়াং নান ছ্যু ভালো অবস্থায় সংরক্ষিত রয়েছে । এ পর্যন্ত এ অপেরার শিল্পীর সংখ্যা ১ শ'রও বেশি হয়েছে । ছাং ইয়াং নান ছ্যু-এ প্রাচীন অপেরা নতুন প্রাণবন্ত শক্তি দেখাচ্ছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040