Web bengali.cri.cn   
চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার-ল্যু চিয়া হো লোক সংগীত
  2010-03-15 20:56:09  cri

মধ্য চীনের হুপেই প্রদেশের তান চিয়াং খৌ শহরের ল্যু চিয়া হো গ্রামকে ' চীনের হান জাতির লোক সংগীতের প্রথম গ্রাম' বলে অভিহিত করা হয় । যুগ যুগ ধরে এ গ্রামে চীনের বিভিন্ন অঞ্চলের ৫ হাজারেরও বেশি ঐতিহ্যবাহী লোক সংগীত সংরক্ষিত রয়েছে । ২০০৮ সালের জুন মাসে ল্যু চিয়া হো গ্রামের ঐতিহ্যবাহী লোক সংগীত দেশের রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক রাষ্ট্রীয় পরিষদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে । আজ এ অনিষ্ঠানে ল্যু চিয়া হো গ্রাম ও লোক সংগীত সম্পর্কে আপনাদের কিছু বলবো ।

ল্যু চিয়া হো একটি ছোট নদীর নাম । তা হুপেই প্রদেশের উ তাং পর্বতের দক্ষিণাংশে অবস্থিত । এ নদীর আশেপাশে আরো ৩টি গ্রাম রয়েছে । এ তিনটি গ্রামে ২ হাজারেরও বেশি গ্রামবাসী বসবাস করছে । ল্যু চিয়া হো গ্রামটি পর্বতের মাঝখানের দিকে । তা এ ৩টি গ্রামের কেন্দ্রস্থল ।

ল্যু চিয়া হো লোক সংগীত উদ্ভবের কারণ প্রসংগে তেন চিয়াং খৌ শহরের সংস্কৃতি ব্যুরোর উপপরিচালক ছেন চি চুং বলেন ,

একঃ ল্যু চিয়া হো গ্রাম ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদে সমৃদ্ধ হয় । অতি প্রাচীনকাল থেকেই এ গ্রামে বিপুল সংখ্যক মৌখিক সাহিত্যকর্ম প্রচলিত ছিল । দুইঃ রাজনৈতিক , সামরিক ও অর্থনৈতিক চাহিদার লক্ষ্যে ল্যু চিয়া হো লোক সংগীত সৃষ্টি করা হয় এবং তিনঃ তাও ধর্মের উ তান সাম্প্রদায়িক সংস্কৃতির প্রভাবে এ গ্রামের লোক সংগীতের সৃষ্টি হয় ।

ল্যু চিয়া হো গ্রামের ৭২ বছর বয়স্ক অধিবাসী ইয়াও ছি হুয়া ১ হাজারেরও বেশি লোক সংগীত গাইতে পারেন । তিনি তার বাড়ির উদ্যানে অতিথিদের জন্য স্থানীয় লোক সংগীত পরিবেশন করেছেন ।

তিনি যে সব লোক সংগীত পরিবেশন করেছেন , তা বিভিন্ন রাজবংশের আমলের ঐতিহাসিক কাহিনী জড়িত । এর মধ্যে কোন কোন গান বিয়ের পুরানো ব্যবস্থার বিরোধীতা , কোন কোন গান জনসাধারণের নিত্য জীবনযাপন এবং কোন কোন গান পরিশ্রমের সংগে সম্পর্কিত ।

ইয়াও ছি হুয়া উদার । যখন নববর্ষ, বিয়ে ও অন্যান্য উদযাপনী তত্পরতার আয়োজন করা হয় , তখন আনন্দের পরিবেশকে আরো নিবিড় করে দেয়ার জন্য তিনি এ সব অনুষ্ঠানে গান পরিবেশন করেন । এর পাশাপাশি তিনি অন্যান্য শিল্পীদের কাছ থেকে নানা রকম লোক সংগীতও শিখেছেন ।

ইয়াও ছি হুয়া'র বাড়ির অন্যান্য সদস্যরাও গান পরিবেশনে পারদর্শী । ইয়াও ছি হুয়া'র ছেলের নাম ইয়াও চুং ইউ । তার বয়স ৩০ বছর । তিনি স্থানীয় একজন বিখ্যাত লোক সংগীত শিল্পীতে পরিণত হয়েছেন ।

ল্যু চিয়া হো গ্রামের লোক সংগীত পরিবেশনের ঐতিহ্য সুদীর্ঘকালের । লোক সংগীত স্থানীয় গ্রামবাসীদের জীবনযাপনে এখনো বিরাট ভূমিকা পালন করছে । লোক সংগীত এ গ্রামের গ্রামবাসীদের জীবনযাপনের থেকে কখনো আলাদা হবে না । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040