Web bengali.cri.cn   
চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার-শারদীয় পূর্ণিমা
  2010-03-08 17:03:58  cri

চীনের চন্দ্রবর্ষের অষ্টম মাসের পঞ্চম দিন চীনা জাতির এতিহ্যবাহী শারদীয় পূর্ণিমা । বসন্ত উত্সব ছাড়া শারদীয় পূর্ণিমা চীনের দ্বিতীয় বৃহত্তম উত্সব বলে গণ্য করা হয় । চীনের ইতিহাসে শারদীয় পূর্ণিমা উত্সব এক হাজার বছরেরও বেশি পুরানো । তা শুরু হয় সুং রাজবংশের আমল অর্থাত্ ৯৬০ থেকে ১২৭৯ খ্রীষ্টাব্দ পর্যন্ত সময়কালে । চীনে শারদীয় পূর্ণিমা উত্সবে পূর্ণচন্দ্র উপভোগ , মুন-কেক এবং পরিবার পরিজনের পুনর্মিলনসহ বিভিন্ন সামাজিক তত্পরতার আয়োজন করা হয় । ২০০৬ সালের মে মাসে চীনের রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে শারদীয় পূর্ণিমা রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ বিষয়ক দেশের প্রথম দফা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে । আজ এ অনুষ্ঠানে শারদীয় পূর্ণিমা সম্পর্কে আপনাদের কিছু বলবো ।

চীনের চন্দ্রবর্ষ অনুযায়ী এক বছরকে চার ঋতুতে বিভক্ত করা হয় । চন্দ্রবর্ষের সপ্তম , অষ্টম ও নবম মাসের পঞ্চদশ দিন শরত্কালের মাঝারি দিকের । সুতরাং তাকে ' মধ্যবর্তী শরত্' বলা হয় । শারদীয় পূর্ণিমা উত্সবে যখন পূর্ণচন্দ্রের উদয় হয় , তখন চন্দ্র বিশেষ উজ্জ্বল ও বড় দেখা যায় । সবাই পরিবার পরিজনের সঙ্গে পুনর্মিলনের এ দিনের অপেক্ষায় থাকেন । যারা কাজ বা অন্যান্য কারণে বাইরে থাকেন , তারা পরিবার পরিজনের সঙ্গে পুনর্মিলিত হবে খুব ইচ্ছুক । তারা জন্মস্থল ও পরিবার পরিজনের প্রতি চিন্তা ও ভালবাসার অনুভূতি ব্যক্ত করেন । তাই শারদীয় পূর্ণিমা উত্সবকে পুনর্মিলনের উত্সবও বলা হয় ।

শারদীয় পূর্ণিমা উত্সবের উদ্ভব হয় চীনের প্রাচীনকালের শরত্কাল ও চন্দ্রের প্রতি শ্রদ্ধা ও উপাসনা করার ধর্মীয় অনুষ্ঠান থেকে । প্রাচীনকালে বসন্তকালে সূর্য এবং শরত্কালে চন্দ্রের প্রতি রাজবংশের শাসনকর্তাদের স্মৃতি ও উপাসনার আচার ব্যবহার চালু করা হতো । ৬১৮ থেকে ৯০৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত থাং রাজবংশের আমলের প্রথম দিকে শারদীয় পূর্ণিমা উত্সব একটি আনুষ্ঠানিক উত্সব হিসেবে নির্ধারণ করা হয় ।

শারদীয় পূর্ণিমা উত্সবে চীনে চন্দ্র উপভোগ এবং চন্দ্রের প্রতি স্মৃতি ও উপাসনার রীতি-নীতি প্রচলিত হয় । ধীরে ধীরে শারদীয় পূর্ণিমা উত্সব জনসাধারণের আমোদ-প্রমোদমূলক আনন্দপূর্ণ তত্পরতা হয়ে দাঁড়িয়েছে । চীনের বিভিন্ন অঞ্চলে চন্দ্রের প্রতি স্মৃতি ও উপাসনার জন্য নির্মিত নানা পুরাকীর্তি বজায় রয়েছে ।

মুন-কেক খাওয়া তো শারদীয় পূর্ণিমা উত্সবের আরেকটি সামাজিক কর্মকান্ড । মুন-কেক পুনর্মিলনের প্রতীক । শারদীয় পূর্ণিমা উত্সবে মুন-কেক খাওয়ার মাধ্যমে পুনর্মিলনের প্রদর্শন করা হয় । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040