Web bengali.cri.cn   
চীনেরঅবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার-ছিংহাই প্রদেশের 'ইটকুং' শিল্পকলা
  2010-03-01 17:20:13  cri

পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের হুয়াং নান তিব্বত জাতি স্বায়ত্তশাসিত বিভাগের তুংরেন জেলা প্রসিদ্ধ ' ইটকুং' শিল্পকলার উত্পত্তিস্থল । এ শিল্পকলা তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি প্রধান অংশ । এতে থাং খা , প্রাচীর চিত্র ও ভাস্কর্যসহ চিত্র আঁকার শিল্পচর্চা অন্তর্ভুক্ত রয়েছে । একটি ঐতিহাসিক ও সুদীর্ঘকালীন ঐতিহ্য হিসেবে ২০০৬ সালে 'ইটকুং'শিল্পকলা রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ সংক্রান্ত চীনের প্রথম তালিকায় অন্তর্ভুক্ত করা হয় । গত কয়েক বছর ধরে তুংরেন জেলার বেশ কিছু গ্রামের বাড়িতে বাড়িতে চিত্র আঁকার শিল্পচর্চা জনপ্রিয় হয়ে উঠেছে । অনেক গ্রামবাসী চিত্র আঁকার পেশায় নিয়োজিত রয়েছেন । 'ইটকুং' শিল্পকলা সংরক্ষণের পাশাপাশি তা প্রসারিত হয়েছে এবং তাকে আরো ভালভাবে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করেছে । এখন এ শিল্পকলা স্থানীয় জনসাধারণের দারিদ্র্য বিমোচনের গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে । আজ এ অনুষ্ঠানে তুংরেন জেলায় 'ইটকুং' শিল্পকলার বিকাশ সম্পর্কে কিছু বলবো ।

ছিংহাই প্রদেশের তুংরেন জেলা চীনের একটি প্রসিদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগর । স্থানটি ইটকুং শিল্পকলার উত্পত্তিস্থল । ত্রয়োদশ শতক থেকে তুংরেন জেলায় বিপুল সংখ্যক শিল্পী চিত্র আঁকা ও ভাস্কর্যসহ বিভিন্ন ধরনের ইটকুং শিল্পকলার কাজে নিয়োজিত হন । 'তুংরেন' শব্দটিকে তিব্বতী ভাষায় ' ইটকুং' বলা হয় । সুতরাং বৌদ্ধ ধর্মের এ লোক ভাস্কর্য শিল্পকে 'ইটকুং' শিল্প বলে আখ্যায়িত করা হয় । তিব্বতী জাতির নানা রকম রূপকথা ও কাহিনী 'ইটকুং' শিল্পের প্রধান বিষয়বস্তু ।

তুংরেন জেলার একজন ইটকুং শিল্পীর বাড়িতে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রচারক কেন তুং তা চে'র জন্ম । তিনি হচ্ছেন এ 'ইটকুং' শিল্প বংশের পঞ্চম প্রজন্মের উত্তরাধিকারী । শিল্পের ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য ও প্রতিভার কারণে তিনি এখন চীনের হস্তশিল্পের একজন বিখ্যাত শিল্পীতে পরিণত হয়েছেন । 'ইটকুং' শিল্প এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে এ শিল্পের অবদান প্রসঙ্গে তিনি বলেন ,

তুংরেন জেলার এ কয়েকটি গ্রামে গ্রামবাসীদের আয় প্রধানতঃ থাং খা চিত্র আঁকার ওপর নিভর করতো । কারণ গ্রামে কৃষি জমি কম ছিল ।

ইটকুং শিল্পের ' থাং খা' শব্দটি তিব্বতী ভাষা থেকে এসেছে । তা শিল্প ও ধর্মের সংগে নিবিড়ভাবে বৈশিষ্ট্যপূর্ণ । থাং খা'র বিষয়বস্তুতে তিব্বতের ধর্ম , ইতিহাস, সংস্কৃতি ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে । গত কয়েক বছর ধরে থাং খা শিল্প পুরার্কীতি হিসেবে দেশ-বিদেশের একটি আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040