Web bengali.cri.cn   
চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার- হুনান প্রদেশের সূচিকর্ম
  2010-02-23 19:18:51  cri

মধ্য চীনের হুনান প্রদেশের সূচিকর্ম চীনের প্রসিদ্ধ ৪টি বিখ্যাত সূচিকর্মের অন্যতম । হোনান সূচিকর্ম তৈরি পদ্ধতি অনুযায়ী সিল্ক কাপড়ে চিত্র সৃষ্টি করা হয় । ২ হাজার বছরেরও বেশি পুরানো হুনান সূচিকর্মের প্রধান বিষয়বস্তু হিসেবে সিংহ , বাঘ ও কাঠবিড়ালসহ নানা প্রাণীকে বাছাই করা হয় । হুনান সূচিকর্মের চিত্র প্রাণবন্ত , সরল এবং স্ফুর্তিপূর্ণ । ২০০৬ সালে হোনান সূচিকর্ম চীনের প্রথম দফা রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সুরক্ষা বিষয়ক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ।

হুনান সূচিকর্ম লোকজনের দৃষ্টি আকর্ষণ করে । মাদাম চিয়াং চেই হোং এমন একজন মহিলা , যিনি এ সূচিকর্মের ডিজাইন ও উদ্ভাবনে পারদর্শী । অন্যান্য অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকারের মতো হোনান সূচিকর্মও পরিবার পরিজনের মধ্যই যুগ যুগ ধরে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করা হয় । মাদাম চিয়াং হচ্ছেন এ সূচিকর্মের সপ্তম প্রজন্মের উত্তরাধিকারী । এ সূচিকর্ম তৈরির কৌশল প্রসঙ্গে তিনি বলেন ,

হুনান সূচিকর্ম তৈরির জন্য সেলাই-এর পদ্ধতি ও কৌশল নিয়মিত ও কড়াকড়ি । সূচি ও সূচি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়মবিধি রয়েছে । সেলাইয়ের কাজ ভাল না হলে সূচিকর্ম নষ্ট হতে পারে । সাধারনতঃ সূচি ব্যবহারের সময় ভারসাম্য বজায় রাখা প্রয়োজন । ভারসাম্য না থাকলে সূচিকর্ম দেখতে সুন্দর লাগবে না ।

অবশ্যই সূচিকর্মের সেলাই একটি সহজ ব্যাপার নয় । এ কৌশল উন্নত করতে হলে নিরলসভাবে চর্চা করতে হয় । মাদাম চিয়াং চেই হোং বলেন , সূচিকর্ম তৈরির জন্য বেশি সময় লাগে । এতে মানুষ অসুস্থ হয়ে পড়বে । মাদাম চিয়াংয়ে বয়স ৪১ বছর । সূচিকর্ম তৈরির বেশি সময় লাগার জন্য তিনি প্রায়শঃই ব্যথায় ভুগছেন ।

তার গলা , কাঁধ ও কোমরের দিকে ব্যথা লাগে । এর কারণ সূচিকর্ম তৈরির জন্য প্রতিদিন বেশি সময় তাকে বসে কাজ করতে হয় ।

সূচিকর্মের প্রতি তার ভালবাসার কারণে তিনি অনেক বছর ধরে সূচিকর্মের ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন । ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি তার ভালবাসা , কৌতূহল এবং দায়িত্ব তার এ কাজে অটল থাকার পরিচালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে ।

পেইচিংয়ের বেশ কয়েকটি সংবাদপত্রে মাদাম চিযাং চেই হোং ও তার হুনান প্রদেশের সূচিকর্ম সম্পর্কিত অনেক খবর ও প্রতিবেদন বেরিয়েছে । তার সূচিকর্মের নৈপুণ্য বহু দর্শককে আকর্ষণ করেছে । তার সূচিকর্মের কৌশল দেখার জন্য অনেক দর্শক বিভিন্ন অঞ্চল থেকে হুনান প্রদেশে আসেন ।

দৈনন্দিন জীবনে রুমাল , পোষাক , গলাবন্ধ এবং পাখাসহ বিভিন্ন পণ্যদ্রব্যের ওপরে সূচিকর্মের মাধ্যমে সুন্দর করে তোলা যায় । বর্তমানে চীনের অধিক থেকে অধিকতর মানুষ হুনান প্রদেশের সূচিকর্মের ব্যাপারে বিশেষ কৌতূহল ব্যক্তি করেছেন । এ সূচিশিল্প আরো সম্প্রসারিত করার জন্য মাদাম চিয়াও চেই হোং প্রায়শঃ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় ভাষণ দেন । এর পাশাপাশি হুনান সূচিকর্মের ব্যবসাও আরো বৃদ্ধি পেয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040