|
হো কুয়ান বাদ্যযন্ত্রের কাঠামো খুব সহজ । তাকে শিস , পাইপ ও হর্ন-এ তিন ভাগে বিভক্ত করা হয় । শিস রীড দিয়ে তৈরি করা হয় । শিসের মুখ একটু বড় , শিসের নিবিড়তাও একটু বেশি । বাদ্যযন্ত্রের পাইপ বাঁশ ,কাঠ, প্লাস্টিক পাইপ বা ধাতব পাইপ দিয়ে তৈরি করা হয় । এর মধ্যে বাঁশ দিয়ে তৈরি বাদ্যযন্ত্রের পাইপ থেকে বাজানো সংগীতের সুর সবচেয়ে মধুর । হো কুয়ান বাদ্যযন্ত্রের বাইরে ৭টি ছিদ্র সৃষ্টি করা হয় । বাদ্যযন্ত্রের নীচের দিকে তামার রীড দিয়ে তৈরি হর্ন আছে । হর্ন থেকে সংগীতের সুর আরো দূরে ছাড়িয়ে পড়ে । এর পাশাপাশি বাদ্যযন্ত্র দেখতে আরো সুন্দর হয়েছে ।
এতক্ষণ আপনারা যা শুনেছেন , তা 'নৌকা বিহার' নামের একটি প্রাচীনকালের যন্ত্রসংগীতের সুর ।
হো কুয়ান বাদ্যযন্ত্র বাজানোর সময় সাধারণতঃ চীনের ঐতিহ্যবাহী বাদক দলের চুং হো ও তি হো নামের বাদ্যযন্ত্রের সঙ্গে সমন্বয় করে ব্যবহার করা হয় । যাতে বাদক দলের মধ্য ও নিম্ন সুর আরো ষ্পষ্ট করা যায় । চীনের অধিকাংশ ঐতিহ্যবাহী বাদক দলে মধ্য ও নিম্ন সুর বিশিষ্ট হো কুয়ান বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় । মধ্য সুরযুক্ত হো কুয়ান বাদ্যযন্ত্র ৫৩ সেন্টিমিটার লম্বা , তার ব্যাস ১ থেকে ১.৩ সেন্টিমিটার এবং এ ধরনের বাদ্যযন্ত্র থেকে ৮ রকম সুর বাজানো যায় । নিম্ন সুরযুক্ত হো কুয়ান বাদ্যযন্ত্র ৮৫ সেন্টিমিটার লম্বা । তার ব্যাস১.৪ থেকে ১.৭ সেন্টিমিটার । গত শতাব্দির ষাটের দশকে চীনের বাদ্যযন্ত্র শিল্পীরা ১৮ বা ১৯ ছিদ্রযুক্ত নতুন হো কুয়ান বাদ্যযন্ত্র তৈরি করেন । ফলে নতুন হো কুয়ান বাদ্যযন্ত্র ব্যবহার করে সংগীতের সুর আরো দূর থেকে শোনা যায় এবং তার সংগীতের সুর আরো বৈচিত্র্যপূর্ণ ও দর্শকদের মনকে আরো আকৃষ্ট করে । (থান ইয়াও খাং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |