Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-লুও(ঢোল)(দ্বিতীয় অংশ )
  2010-02-09 20:44:39  cri

চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-লুও অর্থাত্ ঢোলক । একে সাধারনতঃ বড় ঢোল ও ছোট ঢোলে বিভক্ত করা হয় । আজ এ অনুষ্ঠানে ঢোল জাতের শাখা ইউন ঢোল ও শি মিয়ান ঢোল সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো ।

অনেক আগে চীনের প্রাচীনকালের শিল্পীরা সংগীত পরিবেশনের সময় সাধারণতঃ বেশ কয়েকটি তামার ছোট ঢোল যুক্ত করে ব্যবহার করতেন । সেকালে যন্ত্রসংগীত বাজনার জন্য ইউন লুও নামের ঢোল বেশি ব্যবহার করা হতো । ত্রয়োদশ শতকে ইউন লুও যেমন জনসাধারণের মধ্যে তেমনি রাজবংশের ভোজেও ব্যাপকভাবে প্রচলিত ছিল । ইউন লুও চালু হওয়ার পর এ ঢোল বাজনার পাশাপাশি বিভিন্ন ছোট ঢোলও ব্যবহৃত হতে শুরু করে । ভিন্ন সময়কালে ছোট ঢোল ব্যবহারের দিকটিও ছিল ভিন্নতর । এক সময় ইউন লুও ঢোল বাজানোর সময় ব্যবহৃত ছোট ঢোলের সংখ্যা চব্বিশে দাঁড়িয়েছিল ।

কাঠামোর দিক থেকে বড় ও ছোট ঢোলের চেয়ে ইউন লুও আলাদা । ইউন লুওয়ের উপর ও নীচ দিকের চামড়া সমান , ঢোলের বাইরের দিকে ছিদ্র সৃষ্টি করা হয় । যাতে ছিদ্র ও দড়ির মাধ্যমে ঢোলটি যুক্ত করা যায় । ইউন লুওয়ের ব্যাস ৮ সেন্টিমিটার । যন্ত্রসংগীত বাজনার জন্য ইউন লুওয়ের সংগে ব্যবহৃত বেশ কয়েকটি ছোট ঢোলের আকার ও সাইজও ছিল ভিন্নতর । সুতরাং এ সব ঢোল থেকে চড়া ও নিম্ন স্বরের নানা রকম সংগীতের সুর সৃষ্টি করা যেতো । ইউন লুও ঢোলের বাজনা দু' ধরনের পদ্ধতিতে বিভক্ত করা হয় । একটি পদ্ধতি হল ডান হাতে একটি কাঠের হাতুড়ি ব্যবহার করে ঢোল বাজানো । অন্য আর একটি পদ্ধতি হল দু' হাতে যার যার একটি কাঠের হাতুড়ি দিয়ে ঢোল বাজানো ।

ইউন লুও বাজানোর কৌশল বৈচিত্র্যময় । ভিন্ন কৌশলে ভিন্ন সংগীতের সুর এতে বাজানো যায় । বিংশতম শতাব্দির ষাটের দশকে চীনের সংগীতবিদরা ইউন লুও'র সংস্কার করেন । তারা গবেষণার মাধ্যমে ২৯, ৩৬ ও ৩৮টি সংগীতের সুর বাজানোর মত ইউন লুও তৈরি করেছেন । ফলে এ ধরনের ইউন লুও ঢোল চীনের জাতীয় লোক সংগীত বাদক দলের বৈশিষ্ট্যপূর্ণ বাদ্যযন্ত্রে পরিণত হয়েছে । ফলে সংস্কার করা ইউন লুও'র সুর ঐতিহ্যবাহী ইউন লুওয়ের চেয়ে আরো মধুর হয়েছে ।

শি মিয়ান লুও নামের ঢোল আসলে ৭ থেকে ১৩টি বড় ও ছোট ঢোল দিয়ে তৈরি এক ধরনের ঢোলের বহর । প্রাচীনকালে তা চীনের দক্ষিণ-পূর্বাংশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রচলিত ছিল । এ ধরনের ঢোল দিয়ে বাজানো সংগীতের সুরের মধ্য দিয়ে মানুষের উত্সব উদযাপনের আনন্দপূর্ণ ও উত্সাহব্যঞ্জক পরিবেশের সৃষ্টি হতো । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040