Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের সাহিত্যকর্ম-দেশপ্রেমিক কবি লুও ইউ
  2010-02-08 21:07:13  cri
আজ এ অনুষ্ঠানে ৮ শ' বছরেরও বেশি আগে দক্ষিণ সুং রাজবংশের আমলের কবি লুও ইউ সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো । লুও ইউ চীনের ইতিহাসে এমন একজন কবি ছিলেন , যিনি সারা জীবনে বিপুল সংখ্যক কবিতা রচনা করে গেছেন । চীনে তিনি ৬০ বছরের মধ্যে ১০ হাজার কবিতা রচনা করেছেন বলে মনে করা হয় । তার রচিত ৯ হাজার ৩ শ'রও বেশি কবিতা এখনো সংরক্ষিত রয়েছে । তার কবিতাগুলোতে মাতৃভূমির প্রতি ভালবাসা এবং তার জীবনের বেদনাক্রান্ত ও দুঃখজনক প্রেমের কাহিনী ফুটে ওঠেছে ।

লুও ইউ একজন কর্মকর্তার বাড়িতে জন্ম গ্রহণ করেন । চাচা ও ভাইসহ তার পরিবারের পরিবার পরিজনের অনেকই উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন । লুও ইউ'র পরিবার ধনী ছিল । সুতরাং তিনি ছোট বেলা থেকেই সুষ্ঠুভাবে লেখাপড়া করতে পেরেছেন । দক্ষিণ সুং রাজবংশের আমলে পরিস্থিতি অস্থিতিশীল ছিল । দেশ বহিরাগত আক্রমণের শিকার হতো । ফলে যুদ্ধ থেকে আশ্রয় নেয়ার জন্য লুও ইউ তিন বছর বয়সে বাবার সংগে বাধ্য হয়ে নির্বাসনের জীবনযাপন করছেন ।

লুও ইউ ছোট বেলা থেকেই লেখাপড়া করতে পছন্দ করতেন । তিনি শিক্ষকের কাছ থেকে প্রবন্ধ ও কবিতা রচনার দক্ষতা শিখেছেন। এ ক্ষেত্রে তার দ্রুত উন্নতি হতো । ১২ বছর বয়সে তিন নিপুণভাবে কবিতা ও প্রবন্ধ রচনা করতে পারতেন । পরিবার পরিজনের প্রবল দেশপ্রেমের মনোভাবের প্রভাবে তিনি বহিরাগত হানাদারদের তাড়িয়ে দেয়া এবং দখলকৃত ভূভাগ পুনরুদ্ধরের দৃঢ়সংকল্প ব্যক্ত করেছেন । যুদ্ধক্ষেত্রে শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি অধ্যবসায়ের সঙ্গে যুদ্ধ গ্রন্থ পড়তেন এবং লড়াইয়ের কৌশল চর্চা করতেন ।

লুও ইউ'র রচিত অনেক কবিতায় তার প্রবল দেশপ্রেমের মনোভাব প্রকাশ পেয়েছে । কিন্তু রাজবংশের শাসনকর্তাদের দুর্নীতি ও রাজনৈতিক দুর্বলতার কারণে তার এ দেশপ্রেমের দৃঢ়সংকল্প নষ্ট হয়ে যায় । তার দেশাত্মবোধক কবিতা বংশধরদের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে । এতে বহিরাগত হানাদারদের প্রতিরোধের জন্য জনগণকে উদ্বুদ্ধ করাও হয়েছে ।

কবি লুও ইউ'র যেমন দেশপ্রেমের মনোভাব ছিল তেমনি মানুষকে শিহরিত করে তোলার প্রেমের অভিজ্ঞতাও ছিল । তিনি ২০ বছর বয়সে থাং ওয়ান নামের একটি মেয়ের প্রেমে পড়েন । কিন্তু লুও ইউ'র মা মেয়েটিকে গ্রহণ করতে চাইলেন না ।

তার পর বহিরাগত হানাদারদের প্রতিরোধের জন্য লুও ইউ উত্তর চীনে চলে গেলেন । তিনি আঞ্চলিক শাসনকর্তা হিসেবে বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াতেন । এর পাশাপাশি অতীতের অভিজ্ঞতা , ভালবাসার অনুভূতি ও বেদনা প্রায়শঃই সময় তার মনে জেগে উঠতো । তিনি অতীতকে ভুলে যেতে পারতেন না । তার এ অনুভূতি চীনের সাহিত্যের ইতিহাসে একটি অবিস্মরণীয় বিষয়ে পরিণত হয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040