Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের চারটি বিখ্যাত সাহিত্যকর্মের 'তিন রাজ্যের যুদ্ধ'উপন্যাস অন্যতম
  2010-01-25 20:48:27  cri

চীনের ইতিহাসে 'তিন রাজ্যের যুদ্ধ', 'কৃষক অভ্যুথ্থানের ১০৮জন বীর' , ' বিখ্যাত পরিব্রাজক হিউয়েং সানের ভারত ভ্রমণ' এবং 'একটি উচ্চ বংশের পরিবার'কে চীনের প্রাচীনকালের চারটি বিখ্যাত উপন্যাস হিসেবে গণ্য করা হয় । এ চারটি উপন্যাস চীনে যুগ যুগ ধরে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে । এতে যে সুদূরপ্রসারী তাত্পর্য সৃষ্টি হয়েছে , তা অভাবনীয় । আজ এ অনুষ্ঠানে এ চারটি উপন্যাসের অন্যতম 'তিন রাজ্যের যুদ্ধ' সম্পর্কে কিছু বলা হবে ।

' তিন রাজ্যের যুদ্ধ' চীনের প্রাচীনকালের প্রথম মহা উপন্যাস । এতে চীনের সেকালের ইতিহাস, সমাজ ও পটভূমি ফুটে উঠেছে । উপন্যাসে তৃতীয় খ্রীষ্টাব্দে জাও ছাও ওয়েই রাজ্য , লিউ বেই সু রাজ্য এবং সুং ছুয়াং উ রাজ্যের রাজত্বের কথা তুলে ধরা হয় । এ তিনটি রাজ্য নিজেদের স্বার্থের জন্য নিরন্তরভাবে প্রতিযোগিতায় লিপ্ত থাকতো । সেকালের ঐতিহাসিক পটভূমিতে তীব্র ও জটিল বৈশিষ্ট্যপূর্ণ রাজনৈতিক ও সামরিক সংঘর্ষ পরিলক্ষিত হতো রাজনৈতিক ও সামরিক কৌশলের দিক থেকে এ তিনটি রাজ্যের লড়াই ও প্রতিযোগিতা ভবিষ্যতের ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব সৃষ্টি করেছে ।

'তিন রাজ্যের যুদ্ধ' প্রকাশিত হওয়ার আগে চীনের সাহিত্যকর্ম ক্ষেত্রে সাধারনতঃ নানা ধরনের ছোট গল্প দেখা যেতো । এ প্রসঙ্গে প্রশ্ন জাগতে পারে । তাহলে চীনের ছোট গল্প রচনা কেমন করে মহা উপন্যাসে পরিনত হয়েছে ?

সুং রাজবংশের আমলে অর্থাত্ ৯৬০ থেকে ১২৭৯ খ্রীষ্টাব্দে শিল্পীদের মুখে মুখে গল্প প্রচারিত হতো । শিল্পীরা প্রাচীনকালের বিভিন্ন বিখ্যাত ব্যক্তির অভিজ্ঞতা গ্রহণ করে প্রচার করতে খুব পছন্দ করতেন । 'তিন রাজ্যের যুদ্ধ' উপন্যাসের চরিত্র বৈচিত্র্যপূর্ণ । চীনের প্রাচীনকালেই তিন রাজ্য বিষয়ক বিভিন্ন গল্প জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে । শিল্পীদের প্রচেষ্টার মাধ্যমে এ সব গল্প বিষয়ক তথ্য ও বিষয়বস্তু আরো সমৃদ্ধশালী হয়ে উঠতো । চরিত্রের ভাবমূর্তিও আরো বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠতো । ফলে তথ্য নিরন্তরভাবে সংকলনের ভিত্তিতে এ সব গল্প নিয়ে 'তিন রাজ্যের যুদ্ধ'নামে একটি মহা উপন্যাস সৃষ্টি হলো ।

'তিন রাজ্যের যুদ্ধ'নামে উপন্যাসের লেখক রো কুয়ান চুং মিং রাজবংশ অর্থাত্ ১৩৬৮ থেকে ১৬৪৪ খ্রীষ্টাব্দে একজন বিখ্যাত উপন্যাসক ছিলেন । তিনি দেশের একীকরণ ও জাতির ঐতিহ্য সম্প্রসারণের পক্ষপাতী এবং অক্ষম কর্মকর্তার দুর্নীতির বিরোধীতা করতেন । তিনি বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানী এবং চিন্তাশীল ছিলেন । দীর্ঘকাল ধরে তথ্য সংগ্রহ এবং বাস্তব অনুশীলনের ভিত্তিতে 'তিন রাজ্যের যুদ্ধ'নামে তার মহা উপন্যাস সৃষ্টি হয় ।

' তিন রাজ্যের যুদ্ধ' নামের উপন্যাসে ২২০ থেকে ৩১৭ খ্রীষ্টাব্দে অর্থাত্ পূর্ব হান রাজবংশের শেষ দিক থেকে পশ্চিম চিন রাজবংশের প্রথম দিক পর্যন্ত সময়ের মধ্যে চীনের সেকালের ঐতিহাসিক পরিবর্তন তুলে ধরা হয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040