Web bengali.cri.cn   
指鹿为马(zhǐlùwéimǎ)
হরিণকে ঘোড়া বলা
  2010-01-22 20:28:48  cri

指鹿为马(zhǐlùwéimǎ)

চীনের ছিন রাজবংশের প্রথম রাজার মৃত্যুবরণের পর তার সন্তান হু হাই রাজা হিসেবে শপথ গ্রহণ করেন । তখন তার রাজ্যের ক্ষমতা নিয়ন্ত্রণের মানুষটি ছিল তার শীর্ষ সহকারী কর্মকর্তা চাও কাও । চাও কাও নিজেও রাজা হতে চান ,তবে অন্যরা তাকে সমর্থন করবে না এ চিন্তা তার মনে আছে । তাই তিনি একটি উপায় খুঁজে বের করেছেন । এক দিন , তিনি সব কর্মকর্তার সামনে রাজাকে উপহার হিসেবে একটি হরিণ দিলেন ।

তিনি বলেন , আমি রাজাকে একটি ভালো ঘোড়াও দিলাম । রাজা তার কথা শুনে কিছুই বুঝতে পারেন নি । তিনি বললেন , তা একটি হরিণ কেন তুমি আমাকে বলেছ ঘোড়াও দিলে । চাও কাও এরপর অন্যান্য কর্মকর্তাদের জিজ্ঞেস করেন , আপনারা বলেন , এ পশুটি হরিণ না ঘোড়া ? কিছু কিছু কর্মকর্তা চাও কাওকে ভয় পায় , তবে রাজাকে মিথ্যা কথাও বলতে চায় না , তাই চুপচাপ থাকে । তবে কেউ কেউ চাও কাওকে আনন্দ দেয়ার জন্য বলেছে , হ্যাঁ, এটাই ঘোড়া । আর কেউ কেউ চাও কাওকে ভয় পায়না. তারা সত্যি কথা বলেছে , না , এটা ঘোড়া নয় । এর মাধ্যমে চাও কাও জানতে পেরেছেন যে , কে তাকে সমর্থন করে , কে তার বিরোধিতা করে । সুযোগ বুঝে চাও কাও তার বিরোধী সব কর্মকর্তাকে হত্যা করে ।

এ প্রবাদের অর্থ হল :

হরিণকে ঘোড়া বলা । মানে সত্যি কথা না বলা ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040