Web bengali.cri.cn   
কেন আরো একটি কনফুসিয়াস ইন্সটিটিউট?
  2010-01-22 20:11:10  cri
১.কেন আরো একটি কনফুসিয়াস ইন্সটিটিউট?

. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনা ভাষা বিভাগ, নর্থ-সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইন্সটিটিউট এবং ব্র্যাক ইউনিভার্সিটির অনুরূপ বিভাগের পাশাপাশি পেইচিং-এ চীনের আন্তর্জাতিক চীনা ভাষা বিভাগের কনফুসিয়াস ইন্সটিটিউটসমূহের প্রধান কার্যালয়, চীন আন্তর্জাতিক বেতার আর ঢাকার শান্ত-মারিয়াম ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি নতুন কনফুসিয়াস ইন্সটিটিউট সম্প্রতি আত্মপ্রকাশ করেছে, যাতে বাংলাদেশ ও চীন উভয় দেশে বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের যোগাযোগের মাধ্যম হিসেবে চীনা ভাষার বাড়ন্ত চাহিদা মেটানো যায়।

. ২. সম্ভাবনা:

. বর্ণনায় যাবার আগে চীনা ভাষা শেখার অন্তত চারটি সুফল সম্পর্কে কিছু বলা ভাল। যেমন: (ক)ব্যবসা-বাণিজ্য (খ) অধ্যয়ন ও গবেষণা (গ) কর্মসংস্থান এবং (ঘ) বহুমাত্রিক বিনিময়

. ক) ব্যবসা-বাণিজ্য: টার্গেট-পক্ষের ভাষা জানা থাকলে ব্যবসায়িক সমঝোতা সহজতর এবং মুনাফা বেশি হবার সম্ভাবনা উজ্জ্বলতর হয়। ভাষা হচ্ছে সংস্কৃতির একটি সূচক। সংস্কৃতি জানা থাকলে সম্পর্ক গভীর করা এবং স্থায়ীভাবে বাণিজ্যিক কল্যাণে ব্যবহারও করা যায়। চীনে বা চীনের সঙ্গে সফলভাবে ব্যবসা পরিচালনা, সে দেশে বা কোনো চীনা প্রতিষ্ঠানে চাকুরি বা পর্যটনের জন্যে চীনা ভাষা জানা অপরিহার্য। কারণ অধিকাংশ চীনা বিদেশী ভাষায় কথা বলেন না; এমন কি ইংরেজীও না। যে ক'জন বলেন, তাদের উচ্চারণে কঠিন চীনা প্রভাব। ফলে যোগাযোগ তথা ভাবের আদান-প্রদান ভীষণ কষ্টসাধ্য। কাজেই চীনা ভাষা শেখার গুরুত্ব সম্পর্কে বলাই বাহুল্য।

. খ) উচ্চতর শিক্ষা ও গবেষণা: চীনে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এমন কি নন-একাডেমিক বিষয়ে উচ্চতর শিক্ষা নিতে প্রথমে এক বছর চীনা ভাষা পড়তে হয়। চীনে থাকা-খাওয়ার খরচ বেড়েই চলেছে। কাজেই দেশে বসেই যদি চীনা ভাষার প্রাথমিক জ্ঞানটুকু রপ্ত করা যায়, তবে তা নিঃসন্দেহে চীনে কিংবা মালয়েশিযা বা সিঙ্গাপুরের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে উত্তম সম্ভাবনা যোগাবে। সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর একটি সনদপত্র চীনে উচ্চতর শিক্ষার সহজতর প্লাটফর্ম তৈরি করে দেবে। তা ছাড়া, শিক্ষার্থী বা গবেষকরা স্বাধীনভাবে বিশাল চীনের অসংখ্য কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে নিজেদের পছন্দসই প্রতিষ্ঠান বেছে নিতে পারেন।

. গ) কর্মসংস্থা: আমাদের উজ্জ্বল ছাত্র-ছাত্রীরা বাংলাদেশে এবং চীনে বিভিন্ন চীনা ও চীন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সম্ভাব্য কর্মসংস্থান পেতে পারেন।

. ঘ) চীনের সঙ্গে বহুমুখী বিনিময়: চীনা ভাষা জানা থাকলে চীনের সঙ্গে অর্থনীতি, কূটনীতি, নির্মাণ, কৃষি, শিল্প, প্রযুক্তি ইত্যাদি বহুমুখী ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতার দ্বার খুলে যাবে।

৩. চ্যালেঞ্জ:

চীনা ভাষা বা ফুথোংহুয়া একটি ধ্বনিকাতর চিত্রলিপি বলে তার স্বরবিন্যাস বা ধ্বনিবিন্যাসে সামান্য পরিবর্তন হলেই অর্থবিভ্রাট ঘটে এবং শ্রোতা সহজেই ভুল বুঝতে বা বিড়ম্বনার শিকার হতে পারেন। এ ছাড়া হাজার হাজার চিত্রাক্ষর মুখস্ত করা বিশাল চ্যালেঞ্জ বটে। তাই এ ভাষা শিখতে প্রচুর শ্রম ও সময় দিতে হয়। তবে এও ভুলে যাওয়া চলবে না যে ১.৪ বিলিয়ন লোক এ ভাষায় কথা বলে।

৪. সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের সুবিধাসমূহ:

ক. মাল্টিমিডিয়া শিক্ষা পদ্ধতি ও ৩০০০-এর বেশি বই, সিডি ও অন্যান্য উপকরণ

খ. নিয়মিত চীনা ভাষাকুঞ্জ (বাংলাদেশে বসবাসরত চীনাদের সঙ্গে শিক্ষার্থীদের আদান-প্রদানের ব্যবস্থা)

গ. সেরা ছাত্র-ছাত্রীদের চীনা স্কলারশিপের সম্ভাব্য ব্যবস্থা

ঘ. আমাদের ইন্সটিটিউটের প্রধান বা পরিচালক বাংলাভাষী চৈনিক এবং আরো একজন শিক্ষক চীনাভাষী বাঙালি।

‍ঙ. অন্য একজন শিক্ষক বিদেশিদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত

চ. চীনা ভাষার দক্ষতা যাচাই পরীক্ষা বা HSK বা অন্য কথায় চীনা ভাষা যাচাইয়ের TOEFL পরীক্ষা নেবার পরিকল্পনা এবং অধিকার আমাদের রয়েছে।

ছ. সর্বশেষ: সম্প্রতি চীনাদের জন্য বাংলা কোর্স চালু হয়েছে। এতে করে চীনা ভাষা শিক্ষার্থী বাঙালী বা বাংলা শিক্ষার্থী চীনারা একই প্লাটফর্মে পরস্পরের সঙ্গে ভাষাগত লেনদেন করতে পারছেন।

৫. কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষা কর্মসূচি:

ক. কমিউনিকেশন চাইনীজে ৩ মাস ব্যাপি সার্টিফিকেট কোর্স, মাসব্যাপি ডিপ্লোমা এবং বছরব্যাপি উচ্চতর ডিপ্লোমা কোর্স

খ. বিজনেস চাইনীজে ৬ মাসব্যাপী ডিপ্লোমা এবং বছরব্যাপি উচ্চতর ডিপ্লোমা কোর্স

গ. ৬ মাসব্যাপি শিশু কোর্স

ঘ. পর্যটকদের জন্য ১ মাসব্যাপি সাধারণ কোর্স

ঙ. বিদেশীদের জন্য ৩ মাসব্যাপি সাধারণ বাংলা কোর্স

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040