|
চীনা ভাষা শেখার কৌশল প্রসঙ্গে শেষ কথা বলার আগে আমাদের অন্তত তিনটি প্রধান উপাদান যেমন ক. অক্ষর বিন্যাস, খ. ধ্বনিবিন্যাস ও গ. ব্যাকরণ এবং দু'টি রীতি যেমন কথ্য ও লেখ্যরীতি পরীক্ষা করে দেখা উচিত।
উপাদানঃ
ক. অক্ষরবিন্যাস: চীনা ভাষায় কোনো বর্ণমালা নেই। আছে চিত্রাক্ষর – অসাধারণ এক চিত্রলিপি (Pictograph)। চিত্রাক্ষরের সংখ্যা মতান্তরে কাছাকাছি। সে ক্ষেত্রে মুখস্তবিদ্যায় পারদর্শিতার বিকল্প নেই।
খ. ধ্বনিবিন্যাস: চীনের পণ্ডিতরা ভাষার উচ্চারণগত সংবেদনশীলতা আর জটিলতা বিচার করে ল্যাটিন হরফ দিয়ে চমত্কার ও বাস্তবসম্মত একটি ধ্বনিবিন্যাস তৈরি করেছেন। তার প্রধান অঙ্গ হচ্ছে স্বরবিন্যাস যাতে আছে চারটি স্বরঃ প্রথম (উঁচু মাত্রার সমতান) স্বর, দ্বিতীয় (আরোহী) স্বর, তৃতীয় (তরঙ্গ) স্বর এবং চতুর্থ (অবরোহী) স্বর। এর প্রতিটি স্বপ্রকারই স্পষ্টভাবে উচ্চারণ করতে হয়। নইলে অর্থবিভ্রাট ঘটে। এ বিন্যাসটি চীনে এবং সারা বিশ্বে সকল চীনা ভাষা পড়ুয়াদের অপরিহার্য সম্পদ। বিদেশীদের জন্য এই বিন্যাসটি বিশেষ উপযোগী।
গ. ব্যাকরণ: চীনা ভাষার ব্যাকরণ সহজ-সরল। কর্তার পরিবর্তনের সঙ্গে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না। যেমন 'ছ্যুই' (মানে যাওয়া) ক্রিয়াটি আমি, তুমি, আপনি, তুই, সে ইত্যাদি কর্তার সঙ্গে বাংলার মতো যাই, যাও, যান, যাস, যায় ইত্যাদি শব্দে রুপান্তরিত না হয়ে এক এবং অভিন্ন রূপে পরিবর্তিত না হয়ে এক এবং অভিন্ন রূপে অপরিবর্তিত থাকে। চীনা বাক্যের কিছু গঠনপ্রকৃতি ইংরেজীর মতো। যেমন: চীনা ভাষায় I love you হচ্ছে 'ওয়া আই নি'। এখানে 'ওয়া' মানে আমি। 'আই' মানে ভালোবাসা আর 'নি' মানে তুমি। আবার চীনা ভাষায় বাংলা বাক্য গঠনরীতির উদাহরণও কম নয়। যেমন: 'ওয়া মিংথিয়েন ছ্যুই' অর্থাত্ আমি কাল যাবো।
রীতি:
ক: কথ্য: আগেই বলেছি, চীনা ভাষার বাক্য গঠন সহজ। শব্দের সঙ্গে শব্দ জুড়ে দিলেই কথা বলা হয়, এ কথা বলা যায়। শুধু 'হাও' (মানে ভাল) দিয়েই কত রকমের বাক্য তৈরি করা যায়! যেমন: 'হাও যও' মানে যাওয়া সহজ, 'হাও খান' মানে সুন্দর, 'হাও থিং' মানে শ্রুতিমধুর, 'হাও ছি' মানে সুস্বাদু ইত্যাদি। তা ছাড়া, গণনা রীতিও ভীষণ সহজ। যেমন: কেউ ১ থেকে ১০ পর্যন্ত শিখলে ৯৯ পর্যন্ত অবলীলায় বলতে পারবেন। কারণ ১১ হচ্ছে দশ-এক, তেমনি ২২ হচ্ছে ২ দশ ২, ৪৩ হচ্ছে ৪ দশ ৩ এভাবে ৯৯ পর্যন্ত একই রকম। শুধু ১০০ সংখ্যার নাম ভিন্ন।
খ: লেখ্য: ওই যে বলেছিলাম, বর্ণমালা নেই বলে মুখস্তবিদ্যায় পারঙ্গম হতে হবে। আসলে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে বেশি পড়া, লিখা এবং বাস্তব জীবনে প্রয়োগের কোনো বিকল্প নেই। চীনা ভাষায় লেন-দেনের জন্য অন্তত ১৫০০ চীনা শব্দের ওপর দখল থাকতে হবে। আশার কথা হচ্ছে, ১৪০ কোটি মানুষ তাদের মাতৃভাষা হিসেবেই এ ভাষা ব্যবহার করেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |