|
চীনের মিং রাজবংশ আমলে জন জীবন ও রাজনীতির দিক থেকে সমাজ ও জনসাধরণের প্রতি পরামর্শ ও সতর্ক করে দেয়ার লক্ষ্যে বিষয়ক ৫টি বিখ্যাত ছোট গল্প রচিত হয় । এ সব ছোট গল্পের লেখকের মধ্যে অন্যতম ছিলেন মিং রাজবংশের শেষ সময়কালের লিন মেং ছু ।
মিং ও ছিং রাজবংশের আগের সুং ও ইউয়ান রাজবংশের আমলে গল্প রচনার দিক তেমন একটা দেখা যায় নি । তখন জনসাধারণের মধ্যে যে সব গল্প প্রচলিত ছিল , তা মুখে মুখে প্রচারিত হতো । মিং রাজবংশ আমলের শেষ সময়পর্বে গল্প রচনার কাজ সমৃদ্ধশালী হয়ে ওঠার সংগে সংগে গল্প গুলোর মৌখিক প্রচারের পরিবর্তে নানা রকম ছোট গল্পে লিপিবদ্ধ করা হতো । ফলে সুং ও ইউয়ান আমলে মৌখিকভাবে যে সব গল্প প্রচারিত হতো , সে সব গল্প বই আকারে ছাপার মাধ্যমে প্রকাশ করা হতো । পরে এ ধরনের গল্পকে লিখিত সাহিত্যকর্ম অর্থাত্ জনসাধারণ গল্প বলা হতো । সেকালে বহু লোক ইউয়ান ও সুং আমলের গল্পকে ভিত্তি করে ছোট গল্প রচনা করতে শুরু করতেন । এ সব গল্প রচনায় সেকালের সমাজের বিভিন্ন চিত্র বিশেষ করে জনসাধারণের বাস্তবতা ফুটে উঠেছে ।
লেখক ফুং মেং লুং জন্ম গ্রহণ করেন মিং রাজবংশের শেষ দিক থেকে ছিং রাজবংশের প্রথম দিক পর্যন্ত । তখন যুদ্ধ চলছে । মিং রাজবংশের বিরুদ্ধে ছিং রাজবংশের সেনাবাহিনী উত্তর পূর্ব চীন থেকে হামলা চালানোর অপচেষ্টা করতো । লেখক ফুং মেং লুং ছিং রাজবংশের বাহিনীর হামলা প্রতিরোধে নিয়োজিত ছিলেন এবং তাদের হামলা বিরোধী বিষয়গুলো প্রচার করতেন । এতে সমাজ ও জনসাধারণের চেতনা উন্নত করা এবং রাজনৈতিক দিক থেকে তাদের প্রতি পরামর্শ দেয়ার ব্যাপারে ব্যাপক প্রভাব ছিল ।
মিং রাজবংশ আমলের ছোট গল্পের বিষয়বস্তু ছিল বিভিন্ন ক্ষেত্রের । এতে বিভিন্ন দিক থেকে সেকালের সাধারণ নাগরিকদের জীবনযাপন ও মনের অনুভূতি ব্যক্ত করা হয়েছে । গল্প সংগ্রহের বিষয়বস্তু পূর্ণাঙ্গ এবং এ থেকে নানা পর্যায়ের মানুষের প্রকৃত স্বভাব ও প্রকৃতি ফুটে ওঠেছে ।
মিং রাজবংশ আমলে ছোট গল্প রচনার কাজ অভূতপূর্বভাবে বিকাশ লাভ করেছে । সেকালে চীনের ছেট গল্প রচনার ক্ষেত্রে নিজ নিজ জাতির রীতি-নীতি এবং বৈশিষ্ট্যকে প্রাধান্য দেয়া হতো । (থান ইয়াও খাং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |