Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের সাহিত্যকর্ম-বিখ্যাত সাহিত্যিক সু শি ও তার সাহিত্যকর্ম
  2010-01-04 18:27:01  cri

চীনের প্রাচীনকালের উত্তর সুং রাজবংশের কার্যকাল ছিল ৯৬০ থেকে ১১২৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত ।

উত্তর সুং রাজবংশ আমলের বিখ্যাত সাহিত্যিক সু শি-এর জন্ম ১০৩৭ এবং মৃত্যু হয় ১১০১ খ্রীষ্টাব্দে । তার সাহিত্যকর্মের যে নৈপুণ্য ও প্রতিভা দেখা গেছে, তার মূলে রয়েছে তার পরিবারের উত্তম সাহিত্যিক প্রভাব । তিনি একটি বুদ্ধিজীবী পরিবারে জন্ম গ্রহণ করেন । তার বাবা ও ছোট ভাই ছিলেন খুব নামকরা গদ্যকার । তার ছোট বোনও সাহিত্যকর্মের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন । সুতরাং তারা সপরিবারে উদ্যানে বসে আনন্দের সঙ্গে কবিতা আবৃত্তি করতেন । সাহিত্যকর্ম ক্ষেত্রে পরিবারের প্রভাব ও পরিবারের সদস্যদের প্রতিভার কারণে মেধাবী সু শি ছোট বেলা থেকেই অসংখ্য বই পড়েছেন । তিনি প্রবন্ধ রচনায় বিশেষ পারদর্শী ছিলেন । সে জন্য তিনি বহু লোকের প্রশংসাও কুড়িয়েছেন ।

 এর পাশাপাশি তিনি আত্মসন্তুষ্ট ও আত্মহারাও হয়েছেন । এক দিন তাঁর কাছ থেকে জানার জন্য এক বৃদ্ধ সু শি'র কাছে একটি বই নিয়ে আসেন । সু শি বইটি পড়তে পারেন নি । এর পর সু শি আর অহংকার করেন নি ও আত্মসন্তুষ্ট হন নি । তিনি আরো বেশি বই পড়ার প্রতিজ্ঞা করেন । অধ্যবসায়ের সঙ্গে বই পড়ার ফলে সাহিত্যকর্মের ক্ষেত্রে তার নৈপুণ্য ও প্রতিভা আরো বিকশিত হয় । কর্মকর্তার পদ থেকে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেয়ার পর তিনি আরো বেশি বই পড়া ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পান । এ সময়কালে তিনি বিভিন্ন অঞ্চলের পরিবেশ ও বৈচিত্র্যময় আচার ব্যবহারও অনুভব করেছেন । তিনি মনের কথা ও অনুভূতি প্রকাশের জন্য বিপুল সংখ্যক কবিতা রচনা করেছেন ।

সু শি'র কবিতার বিষয়বস্তু বিভিন্ন ক্ষেত্র সংশ্লিষ্ট । এতে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা কাজে লাগিয়ে মানুষের জীবন ও জীবনযাপন সম্পর্কিত দর্শন ফুটে ওঠে । মানুষের জীবনযাপনের ক্ষেত্রে তার মনের উদারতাও দেখা যায় ।

সু শি'র কবিতায় পরিবার পরিজনের প্রতি সম্প্রীতি ও ভালবাসাও ফুটে ওঠে । চীনের চন্দ্রবর্ষের অষ্টম মাসের ১৫ তারিখ অর্থাত্ মধ্য শানদীয় উত্সব চীনের জনসাধারণের এমন একটি ঐতিহ্যবাহী উত্সব , সে উত্সবে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের পুনর্মিলন ঘটে । সু শি ও তার ছোট ভাই সু ছে'র সংগে ৭ বছর ধরে বিচ্ছিন্ন ছিলেন । সে বছরের মধ্য শারদীয় উত্সবে দু'জনের পুনর্মিলন হয় । পরিবার পরিজনের পুনর্মিলনের কারণে সু শি প্রচুর মদ পান করেন এবং নেশার অনুপ্রেরণায় তিনি উত্সাহব্যঞ্জক কবিতা রচনা করেন । এতে দেশ থেকে বাধ্য হয়ে চলে যাওয়া পরিবার পরিজন এবং মানুষের জীবনের সম্প্রীতি ও ভালবাসা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে । কবিতায় কবি পরিবার পরিজন ও আত্মীয়দের স্বস্তি ও সুস্বাস্থ্যও কামনা করেছেন । সু শি'র কবিতা ও সাহিত্যকর্ম এখনো জনসাধারণের মধ্যে প্রচলিত রয়েছে । তার উত্সাহব্যঞ্জক কবিতা পড়ে পাঠকরা ব্যাপক আবেগাপ্লুত হয়ে ওঠেন । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040