Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের সাহিত্যকর্ম-থাংরাজবংশ আমলের বিখ্যাত কবি ওয়াং উই
  2009-12-28 20:58:18  cri

অষ্টম শতকের প্রথমার্ধে অর্থাত্ চীনের থাং রাজবংশ আমলের সবচেয়ে সমৃদ্ধশালী সময়কালে সাহিত্যকর্ম ও কবিতা রচনা একটি উত্তম পর্যায়ে উন্নীত হয় । এ সময়কালে লি পাই ও তু ফু-দু'জন মহাকবি ছাড়াও কবিতা রচনার ব্যাপারে আরো বেশ কিছু নামকরা কবি ছিলেন । তাদের মধ্যে কেউ কেউ পরিবেশ বান্ধব কবি এবং কেউ কেউ সীমান্ত রক্ষা ভিত্তিক কবিতা রচনা করতেন । এখন পরিবেশ বান্ধব কবি ওয়াং উই সম্পর্কে আপনাদের কিছু বলা হবে ।

চীনের প্রাচীনকালে পাহাড় ও নদ-নদীসহ প্রাকৃতিক পরিবেশের বর্ণনা-নির্ভর কবিতা বেশি রচনা করা হতো । সেকালে সমাজের স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি ছিল । এ পরিপ্রেক্ষিতে কবিদের জীবনযাপনের জন্য বেশ সুযোগ সুবিধা দেয়া হতো । চীনের বৌদ্ধ ও তাও ধর্ম তত্ত্বেও মানুষকে এ ধারনা প্রদান করা হয় । সুতরাং সেকালে সাধারণ মানুষ হোক বা পদস্থ কর্মকর্তাই হোক না কেন , তাদের জীবনযাপনের জন্য এক ধরনের নমনীয় ও শিথিল ধারনা প্রচার করা হতো । এ তত্ত্ব ও ধারনা সেকালের এক ধরনের চিন্তাধারা হয়ে দাঁড়িয়েছিল । এ ছাড়াও শাসনকর্তাদের ভেতরকার দ্বন্দ্বের কারণেই জীবনযাপনের এ ধরনের উদার ও শিথিল ধরনাও প্রচলিত ছিল । ফলে চীনের প্রাচীনকালের কবিতা রচনার ক্ষেত্রে পরিবেশ-নির্ভর বিপুল সংখ্যক কবিতা রচনা করা হতো । তাদের মধ্যে ওয়াং উই একজন বিখ্যাত কবি ।

ওয়াং উইয়ের জন্ম ৭০১ এবং মৃত্যু হয় ৭৬১ খ্রীষ্টাব্দে । ছোট বেলায় তার বাবা অকালে মারা যায় । মা বৌদ্ধ ধর্ম বিশ্বাস করেন । অল্প বয়সে ওয়াং উই-এর অসাধারণ সাহিত্যিক প্রতিভা পরিলক্ষিত হয় । তিনি যেমন কবিতা রচনা করতে পারতেন , তেমনি তিনি ক্যালিগ্রাফি , ছবি আঁকা এবং সংগীতের ব্যাপারেও পারদর্শী ছিলেন । ২০ বছর বয়সে তিনি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কর্মকর্তা নিয়োগের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হন । কিন্তু দুঃখের বিষয় , প্রৌঢ় বয়সে তিনি কর্মকর্তা পদ থেকে বহিষ্কৃত হন । এতে তিনি খুব হতাশ হয়ে পড়েন । এর পর তিনি সাধারণ মানুষের মত জীবনযাপন শুরু করতেন ।

বর্তমানে ওয়াং উই-এর প্রায় ৪ শ' কবিতা সংরক্ষিত রয়েছে । এর মধ্যে বেশির কবিতায় পরিবেশ-নির্ভর এবং সাধারণ মানুষ হিসেবে তার জীবনযাপন ও মনের অনুভূতি ফুটে উঠেছে । জীবনের প্রথম ও শেষ দিকে তার কবিতার বৈশিষ্ট্য ছিল একেবারে ভিন্ন । প্রথম দিকে তার কবিতায় উদারতা ও রাজনৈতিক আগ্রহ বেশি দেখা যেতো । এতে সমাজের শাসক ও অন্যান্য মানুষের অসত্ আচরণের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করতেন এবং তার উদঘাটন করতেন । এতে সেকালের জনসাধারণের বীরত্ব ও দেশপ্রেমিক চিন্তাধারাও তুলে ধরা হয়েছে । শেষ জীবনে পরিবারের প্রভাবে ওয়াং উইও বৌদ্ধ ধর্মে দিক্ষীত হল । তিনি আরামে সাধারণ মানুষের মত জীবনযাপন করতেন । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040