Web bengali.cri.cn   
আফ্রিকা মহাদেশে চীনা ভাষা শেখার অবস্থা
  2009-12-23 16:53:48  cri

এশিয়া ছাড়াও বিশাল আফ্রিকা মহাদেশেও চীনা ভাষা শেখার এক নতুন অবস্হার সৃষ্টি হয়েছে। জিম্বাবুয়েতে কর্মরত সিআরআই'র সংবাদদাতা চু মান চুন আমাদেরকে আফ্রিকায় কনফুসিয়াস ইনস্টিটিউটের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন

'সাম্প্রতিক বছরগুলোতে কনফুসিয়াস ইনস্টিটিউট আফ্রিকায় দ্রুত বিকশিত হয়েছে। প্রতি বছর বেশ কয়েকটি নতুন কনফুসিয়াস ইনস্টিটিউট আফ্রিকার সেরা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত আমরা আফ্রিকার দশ বারোটি দেশে ২০টি'রও বেশি কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। প্রায় প্রতিটি বিদ্যালয়ে চীনা ভাষা বিভাগ চালু হওয়ার সাথে সাথে তা সেখানকার সবচেয়ে জনপ্রিয় বিভাগে পরিণত হয়ে যায়। এখন চীন থেকে আসা এক'শ জন স্বেচ্ছাসেবক ও ৩০ জন পেশাদার শিক্ষক আফ্রিকায় প্রায় দশ হাজার ছাত্রছাত্রীকে চীনা চীনা ভাষা শিখাচ্ছেন।

বিগত কয়েকক বছরে আফ্রিকায় চীনা ভাষা শেখা যুবকরা কেবল চীনা ভাষা শিখেই তাদের কৌতুহল মেটাচ্ছে না। তারা জিম্বাবুয়ে ও কেনিয়াসহ নানা দেশে সাংস্কৃতিক দল সংগঠন করে আফ্রিকায় চীনা ভাষার গান শেখার মধ্য দিয়ে চীনের সংস্কৃতি তুলে ধরার প্রবণতা সৃষ্টি করছেন। বিশেষ করে উল্লেখ্য যে, জিম্বাবুয়ের প্রেসিডেন্টের স্ত্রী ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে চীনের গণ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগে ছাত্রী হিসেবে ভর্তি হয়েছেন। দু'এক বছরের মধ্যেই তিনি চীনা ভাষায় ব্যাচেলর ডিগ্রি লাভ করবেন। তখন তিনি হবেন পৃথিবীতে প্রথম চীনা ভাষায় ব্যাচলার ডিগ্রির অধিকারী প্রথম মহিলা। অর্থাত্ সরকারী, বেসরকারী সংস্থা থেকে ব্যক্তি পর্যায়ে চীনা ভাষা শেখার গভীর আগ্রহ গোটা আফ্রিকা মহাদেশে ছড়িয়ে পড়ছে । (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040