Web bengali.cri.cn   
জাপানের কনফুসিয়াস ইনস্টিটিউট
  2009-12-21 17:41:46  cri
ক্লাসে শিক্ষকের কাছে চীনা ভাষা শেখার পদ্ধতি ছাড়াও কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তর ইন্টারনেটে কনফুসিয়াস ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করেছে। তারা চীন আন্তর্জাতিক বেতারের যৌথ উদ্যোগে জাপান, রাশিয়া, কেনিয়া ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে মোট ১২টি বেতার কনফুসিয়াস ক্লাসরুম খুলেছে। বেতারের মাধ্যমে চীনা ভাষা শেখার আসর প্রচারিত হচ্ছে এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে দূর শিক্ষণ পদ্ধতিতেও শিক্ষা দেয়া হচ্ছে। বর্তমানে জাপানে কর্মরত সিআরআই'র সংবাদদাতা সিয়ে হোং ইয়ু'র জাপান থেকে পাঠানো আমাদের কনফুসিয়াস ইনস্টিটিউটের সাম্প্রতিককালে অবস্থা আপনাদের জানিয়ে দিচ্ছি।

আসলে দৈনন্দিন জীবনে জাপানীদের চীনা শব্দের ওপর বিশেষ আগ্রহ বাড়ছে। তারা কেবল নিত্যদিনের কাজে-কর্মেই অনেক চীনা শব্দ ব্যবহার করছেনন তা' নয়, বরং প্রতি বছর সামাজিক পরিবর্তনের ধারায় একটি গুরুত্বপুর্ণ চীনা শব্দ নির্বাচন করেন। চলতি বছর জাপানে সরকারে পরিবর্তন আর নতুন ধরনের ফ্লু'র প্রকোপসহ নানা ঘটনা দেখে চীনা শব্দ 'সিন' অর্থাত্ 'নতুন' শব্দটি নির্বাচিত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জাপানে চীনা ভাষা শেখা শিক্ষার্থীর সংখ্যা ফরাসি বা জার্মান ভাষার শিক্ষার্থীর সংখ্যার চেয়েও অনেক বেশি। শিক্ষা ক্ষেত্রে চীনা ভাষা ইংরেজী ভাষার পর জাপানীদের কাছে দ্বিতীয় বিদেশী ভাষায় পরিণত হয়েছে। এখন জাপানের চার বছর মেয়াদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কোর্সের মধ্যে প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে চীনা ভাষা শেখার কোর্স চালু হয়েছে। ২০০৫ সালে জাপানে প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মোট বারোটি কনফুসিয়াস ইনস্টিটিউট ও কনফুসিয়াস ক্লাসরুম খোলা হয়েছে। তা ছাড়া বাণিজ্য, অর্থনীতি ও শিল্পসহ অনেক পেশাগত বিদ্যালয়েও চীনা ভাষার কোর্স চালু হয়েছে।

এ বছরের মে মাসে এশিয় অঞ্চলের প্রথম কনফুসিয়ান ইনস্টিটিউটের যুক্ত সম্মেলন জাপানে অনুষ্ঠিত হয়। এশিয়ার ২১টি দেশের ৫১টি কনফুসিয়াস ইনস্টিটিউটের ১৭০ জন প্রতিনিধি কনফুসিয়াস ইনস্টিটিউটের মাঝারী ও দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনার ওপর নিজেদের মতামত প্রকাশ করেছেন।

শেখার ক্ষেত্রে চীনা ভাষার উচ্চারণ জাপানীদের কাছে খুব কঠিন। নেট প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পাশাপাশি ইন্টারনেটে ছবি, স্বর ও কার্টুন ছবির সাহায্যে চীনা ভাষা শেখার পদ্ধতি ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং জাপানে চীনা ভাষা শেখার অনুরাগীদের কাছে তা স্বাগত পেয়েছে। চীন আন্তর্জাতিক বেতার আর জাপানের নাগানো জেলার জাপ-চীন মৈত্রী সমিতির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত নাগানো বেতার কনফুসিয়াস ক্লাসরুম ঐতিহ্যগত চীনা ভাষা শেখানোর ভিত্তিতে নতুন ধরনের নেট সম্প্রচারের উপায় ব্যবহার করে ইতিবাচক ভালো ফল পেয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040