|
প্রথমেই জানাবো সিআরআই'র সংবাদদাতা হাই শু'র যুক্তরাষ্ট্রে চীনা ভাষা শেখা ও কনফুসিয়াস ইনস্টিটিউটের উন্নয়নের অবস্থার ওপর পাঠানো কিছু তথ্য ।
যুক্তরাষ্ট্রে চীনা ভাষা আর চীনের সংস্কৃতির প্রভাব কতটা তা হয়তো আপনারা সবাই কিছুটা হলেও জানেন । আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, এ বছরের জুলাই মাসে প্রথম দফা চীন ও যুক্তরাষ্ট্রের কৌশল ও অর্থনীতি সংক্রান্ত সংলাপে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও অর্থ মন্ত্রী টিমোথি গেইথনার পর পর তাদের ভাষণে চীনের প্রাচীনকালের কয়েকটি প্রবাদ ব্যবহার করেছেন। এ থেকে প্রতিফলিত হয়েছে যে, মার্কিন সরকারের উর্ধতন পর্যায়ের কর্মকর্তাদের চীনের সংস্কৃতির ওপর গভীর আগ্রহ রয়েছে। চীনের সার্বিক রাষ্ট্রীয় শক্তি বাড়ানোর পাশাপাশি বিশ্ব মঞ্চে চীনের প্রভাব শক্তিও দিন দিন বাড়ছে। আরো বেশি মার্কিন নাগরিক চীনকে জানতে চান। চীনকে জানার সবচেয়ে সরাসরি উপায় হিসেবে মার্কিন নাগরিকদের চীনা ভাষা শেখার প্রতি আগ্রহ অনেক বেড়েছে। আমরা লক্ষ্য করেছি, যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালক বা দোকানের কর্মীরা চীনাদের দেখলে সাধারণত চীনা ভাষায় 'নি হাও' বা 'শিয়ে শিয়ে' বলেন। পেশাগত চীনা ভাষা শেখা প্রতিষ্ঠান হিসেবে কনফুসিয়াস ইনস্টিটিউট যুক্তরাষ্ট্রে দ্রুত বিকাশ লাভ করছে। ২০০৪ সালে ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ৮০টি'রও বেশি কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের কনফুসিয়াস ইনস্টিটিউটএর বেশির ভাগই স্থানীয় নামকরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মাইকগ্রেস বলেন, মার্কিন ফেডারেল সরকারের প্রায় ৭০ শতাংশ সরকারী কর্মী রাজধানী ওয়াশিংটনের কাছাকাছি ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে থাকেন। ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই হচ্ছেন সরকারী কর্মকর্তা। এ থেকে বোঝা যাচ্ছে যে, কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষা সম্প্রচারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পর্যায়ের নিবিড় সম্পর্ক রয়েছে।
কনফুসিয়াস ইনস্টিটিউট ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছোট বড় বিভিন্ন আকারের আরো অনেক চীনা ভাষার বিদ্যালয় রয়েছে। অনেক সরকারী বিদ্যালয়েও চীনা ভাষার কোর্স চালু হয়েছে। সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, এখন যুক্তরাষ্ট্রের ৭০০টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে চীনা ভাষা শেখার কোর্স চালু হয়েছে। তা ছাড়া ১২০০টি'রও বেশি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে চীনা ভাষা কোর্স রয়েছে। এখন যুক্তরাষ্ট্রে মোট ১ লাখ ২০ হাজার ছাত্রছাত্রী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে চীনা ভাষা শিখছে। এ সংখ্যা কয়েক বছর আগের চেয়ে এখন কয়েক গুণ বেশি। (ইয়ু কুয়াং ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |