|
মা পু চীনের ই জাতির এক ধরনের অদ্বিতীয় বৈশিষ্ট্যসম্পন্ন বাদ্যযন্ত্র । এ ধরনের বাদ্যযন্ত্র দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়াং প্রদেশের লিয়াং শান ই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রচলিত রয়েছে । ই জাতির ভাষায় 'মা' শব্দের অর্থ বাঁশের পাইপ । 'পু' শব্দের মানে রীড পাইপ । মা পু এমন এক ধরনের বাদ্যযন্ত্র , যে বাদ্যযন্ত্র বাঁশ ও রীড দিয়ে তৈরি করা হয় । মা পু বাদ্যযন্ত্র বাঁশ দিয়ে তৈরি করা হয় ।
তার দৈর্ঘ্য ১৫ থেকে ২০ সেন্টিমিটার । মা পু বাদ্যযন্ত্রের বাইরে ৭টি ছিদ্র করা হয় । বাদ্যযন্ত্রের উপর দিকে বাঁশের রীড বসানো হয় । ই জাতি অধ্যুষিত এলাকার গ্রামে গ্রামে মা পু বাদ্যযন্ত্র তৈরিতে পারদর্শী শিল্পীরা আছেন । ঐতিহ্যবাহী মা পু বাদ্যযন্ত্রের বাঁশের পাইপের ভেতরের হাওয়া কাজে লাগিয়ে বাঁশের রীডের মাধ্যমে সংগীতের সুর বাজানো হয় । বাদ্যযন্ত্রের ৭টি ছিদ্রের মাধ্যমে আলাদা আলাদাভাবে ৭ ধরনের সুর বাজানো যায় । মা পু বাদ্যযন্ত্র দিয়ে যাতে উচ্চস্বরে সংগীতের সুর বাজানো যায় , সেজন্য স্থানীয় শিল্পীরা ও জনসাধারণ দাঁত দিয়ে রিড পাইপের কম্পন জোরদারের চেষ্টা করে থাকেন । ফলে সংগীতের স্বর বেশ বেড়ে যায় । এতে মা পু বাদ্যযন্ত্র দিয়ে আরো বেশি সংগীতের সুর বাজানোর চাহিদা মেটানো যায় ।
মা পু বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুরে নিখুঁত গ্রাম্য বৈশিষ্ট্য তুলে ধরা হয় । এ ছাড়াও সংগীত বাজানোর ক্ষেত্রে এ ধরনের বাদ্যযন্ত্রের বৈশিষ্ট্য পাশ্চাত্য ওবো বাদ্যযন্ত্রের মতো । ওবো বাদ্যযন্ত্রের চেয়ে সা পু বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুর আরো স্পষ্ট ও উচ্চস্বরের । এ ধরনের সুর শুনতে অতি আনন্দ , উদার ও উত্সাহব্যঞ্জক বোধ হয় । মানুষের দুঃখ ও বেদনার অনুভূতি প্রকাশের জন্য মা পু বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুর মানুষকে কাঁপিয়ে তোলে । মা পু বাদ্যযন্ত্র চীনের সংখ্যালঘু জাতি –ই জাতির নিত্য জীবনযাপনের এক ধরনের জনপ্রিয় বাদ্যযন্ত্র । যখন উত্সব , অবসর এবং বিয়ে ও মৃতদের শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয় , তখন পরিবেশ গড়ে তোলার জন্য মা পু বাদ্যযন্ত্র বাজানো প্রয়োজন ।
(থান ইয়াং খাং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |