|
বাঁশি দিয়ে বাজানো সংগীতের চড়াসুর শুনতে খুব মধুর এবং মানুষ এতে ভীষণ আনন্দে মুখরিত হয়ে ওঠে । বাঁশির দাম কম , তাকে সংগে বহন করে যাওয়া সহজ । সুতরাং বহু শিল্পী ও সাধারণ মানুষ বাঁশি বাজাতে পছন্দ করেন । এতক্ষণ শুনলেন দক্ষিণ পূর্ব চীনের বিখ্যাত দর্শনীয় স্থান-সু চৌ সম্পর্কিত একটি লোক সংগীত । সংগীতটির সুর বাঁশি দিয়ে বাজানো হয় । এতে সু চৌয়ের বেশ কিছু সুন্দর বাগানের মনোরম দৃশ্য তুলে ধরা হয়েছে ।
বাঁশির কাঠামো খুব সহজ । এ ধরনের বাদ্যযন্ত্র একটি বাঁশের পাইপ দিয়ে তৈরি করা হয় । বাঁশের পাইপের ভিতরে যে বাধা আছে , সে সব বাধা সরিয়ে এ বাঁশি তৈরি করা হয় । বাঁশি উপরের ন'টি বড় ছিদ্রের মাধ্যমে তৈরি হওয়ায় কম্পনের মাধ্যমে সংগীতের সুর বাজানো হয় । বাঁশি থেকে যে সংগীতের সুর বাজানো হয় , তা শুনতে খুব স্পষ্ট এবং সংগীতের সুর অনেক দূর থেকেও শোনা যায় ।
বাঁশির আকার ছোট , কিন্তু তার জন্মের ইতিহাস অতি প্রাচীন । দক্ষিণ পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের একটি যাদুঘরে এখনো ৭ হাজার বছর পুরানো বেশ কিছু হাড়ের বাঁশি রয়েছে । পাখি ও পশুর হাড় দিয়ে তৈরি এ সব বাদ্যযন্ত্র বর্তমান যুগের বাঁশির মধ্যে তেমন বেশি পার্থক্য নেই । সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন , এটাই চীনের প্রাচীনতম বাঁশি । প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে বাঁশি তৈরির জন্য হাড়ের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হতো । কারণ বাঁশ দিয়ে বাঁশি তৈরি করতে আরো সহজ ।
বাঁশি দিয়ে যে সংগীতের সুর বাজানো হয় , তা মানুষকে খুব আকর্ষণ করে । তা দিয়ে চড়া স্বরে সংগীতের সুর বাজানো যায় । তা শুনলে মনে হবে মানুষ যেন বিস্তীর্ণ তৃণভূমিতে রয়েছে । এতে প্রকৃতির বিবিধ পাখির আওয়াজও ফুটে ওঠে । এতক্ষণ আপনারা যা শুনলেন , তা ' শত পাখির আওয়াজ' নামে একটি সংগীত । এতে বাঁশি দিয়ে বাজানোর মাধ্যমে বিভিন্ন পাখির আওয়াজের অনুকরণ করা হয় । এতক্ষণ আপনারা যা শুনলেন , তাতে বাঁশি দিয়ে বিভিন্ন পাখির আওয়াজ নকল করা হয়েছে ।
বর্তমানে চীনের বিভিন্ন সংগীত ইনস্টিটিউটে বাঁশি বাজানো বিষয়ক প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে । চীনে বাঁশি বাজানোর কৌশল ও নৈপুণ্য ক্রমাগতভাবে পূর্ণাঙ্গ হয়ে উঠছে । চীনের দক্ষিণ ও উত্তরাংশে বাঁশি বাজানোর ক্ষেত্রে ভিন্ন দু' ধরনের বৈশিষ্ট্য রয়েছে ।
দক্ষিণ চীনের বাঁশি বাজানোর ব্যাপারে কৌশল স্পষ্ট , সূক্ষ্ণ ও নরম রীতি-নীতি দেখা যায় । বাঁশি তৈরির জন্য বাঁশের পাইপ একটু লম্বা । উত্তর চীনে প্রচলিত বাঁশির বৈশিষ্ট্য বেশ উদার । তা দিয়ে চড়া স্বরের সংগীতের সুর বাজানো হয়। এ ধরনের বাঁশি সাধারনতঃ আঞ্চলিক অপেরা পরিবেশনে ব্যবহৃত হয় ।
এতক্ষণ শুনলেন চীনের অন্যতম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-বাঁশি সম্পর্কিত একটি প্রতিবেদন । (থান ইয়াও খাং)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |