Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের সাহিত্যকর্মের অন্যতম-'বিখ্যাত পরিব্রাজক হিউয়েং সানের ভারত ভ্রমণ'
  2009-12-07 21:20:27  cri
' বিখ্যাত পরিব্রাজক হিউয়েং সানের ভারত ভ্রমণ' নামে উপন্যাসে ভারতে বৌদ্ধধর্মীয় গ্রন্থ খুঁজে বের করা এবং ভারতে যাওয়ার পথে পরিব্রাজক হিউয়েং সান ও তার তিনজন শিশ্যের নানা বাধা-বিঘ্ন কাটিয়ে ওঠার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে । এতে চীনের মানুষের বুদ্ধি ও সুন্দর রূপকথা তুলে ধরা হয়েছে ।

'বিখ্যাত পরিব্রাজক হিউয়েং সানের ভারত ভ্রমণ'নামে উপন্যাস করা রচনা হয় ষোড়শ খ্রীষ্টাব্দে চীনের মিং রাজবংশের আমলে । এ উপন্যাসের বয়স ৪ শ' বছরেরও বেশি । এ উপন্যাসের লেখকের নাম উ ছেন এন । তিনি প্রৌঢ় বয়সে এ উপন্যাসের রচনা করেন । তার পর জনসাধারণের বিপুল পরিমাণের লোক কাহিনীর ভিত্তিতে এ উপন্যাসের বিষয়বস্তু বিষয়ে আরো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে ।

চীনে ' বিখ্যাত পরিব্রাজক হিউয়েং সানের ভারত ভ্রমণ' নামে উপন্যাস সবার কাছে খুবই সুবিদিত । এ উপন্যাস সম্পর্কিত নানা কাহিনী জনসাধারণের কাছে বেশ জনপ্রিয় । সে ব্যাপারে সবাই বর্ণনা করতে পারেন । এ উপন্যাস প্রচলিত হওয়ার পর তার নানা কাহিনী লোক শিল্পীদের মাধ্যমে আরো জীবন্ত ও বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে । এ উপন্যাসের কাহিনী অনুযায়ী বিভিন্ন ছবি ও অপেরাও তৈরি হয়েছে । তার পর ছায়াছবির জন্মের কারণে এ উপন্যাসের কাহিনী ভিত্তিক নানা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকও তৈরি করা হয়েছে । চীনে এ উপন্যাস এমন একটি উপন্যাস , যার মাধ্যমে নানা রকমের নাটক , অপেরা ও ছায়াছবি তৈরি করা হয়েছে ।

উপন্যাসে চীনের থাং রাজবংশ আমলে বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ খুঁজে বের করার জন্য বিখ্যাত পরিব্রাজক হিউয়েং সানের ভারত ভ্রমণ ভিত্তিক কাহিনী বর্ণনা করা হয়েছে । উপন্যাসটির কাহিনী ও ঐতিহাসিক ঘটনা সত্যি । উপন্যাসের বিষয়বস্তুর ক্ষেত্রে পাঠকদের মন আরো জয় করার জন্য লেখক হিউয়েং সানের তিনজন শিশ্য সম্পর্কিত কাহিনীও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন । এ তিনজন শিশ্যের চরিত্র ও প্রকৃতি ভিন্ন । কেউ পরিশ্রমী , কেউ অলস , কেউ বা বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ অন্বেষণের জন্য চেষ্টা করতো । হিউয়েং সান ও তার তিনজন শিষ্য ভারতে যাওয়ার পথে ৮১টি নানা বাধা-বিঘ্নের সম্মুখীন হন । তাদের অভিজ্ঞতায় বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ খুঁজে বের করার জন্য অসংখ্য বাধা-বিপত্তি কাটিয়ে ওঠা বিষয়ক রূপকথা ফুটে ওঠেছে । উপন্যাসের সব কাহিনী পাঠকদের খুব আকর্ষণ করেছে । এর মধ্যে হিউয়েং সানের তিন শিষ্যের নিজস্ব যার যার অসাধারণ নৈপুণ্য ও কৌশল প্রকাশিত হয়েছে ।

উপন্যাসে স্বর্গীয় রাজ্য , নরক এবং হিউয়েং সান ও তার তিনজন শিষ্যের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে , তাতে বিশ্বের নানা বিস্ময়কর বিষয়ও প্রকাশ পেয়েছে । এতে জনসাধারণের শুভ কামনাও তুলে ধরা হয়েছে ।

' হিউয়েং সানের ভারত ভ্রমণ' নামে উপন্যাসের বিষয়বস্তু বিশাল । এতে বৌদ্ধধর্ম , তাও ধর্ম ও কনফুশিয়াসের তিনটি সংস্কৃতি ও ধারণা পাওয়া যায়। এতে সমাজের বাস্তব অবস্থা ও জীবনযাপনের ক্ষেত্রে সাধারণ মানুষের আশা-আকাংক্ষাও প্রকাশ পেয়েছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040