Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের সাহিত্যকর্ম-থাং রাজবংশ আমলের শেষ দিকের বিখ্যাত একজন প্রেমের কবি লি শাং ইং
  2009-12-04 21:20:07  cri

চীনের থাং রাজবংশের আমলের শেষ দিকের বিখ্যাত কবি লি শাং ইং-এর জন্ম ৮১২ সালে এবং তার মৃত্যু হয় ৮৫৮ খ্রীষ্টাব্দে । তিনি প্রেমের কবিতা রচনায় পারদর্শী ছিলেন । এ পর্যন্ত তার প্রেমের অসংখ্য কবিতা পাঠকদের আকর্ষণ করছে ।

লি শাং ইং একটি গরীব পরিবারে জন্ম গ্রহণ করেন । ছোট বেলায় তিনি অধ্যবসায়ের সঙ্গে লেখাপড়া করতেন । দারিদ্র্যতার কারণে তার পরিবার ও আত্মীয় স্বজন তাকে কোন সাহায্য করতে পারতেন না । একাগ্রচিত্তে লেখাপড়ার মাধ্যমে ধনী বা পদস্থ কর্মকর্তা হওয়ার জন্য তিনি নিরলস প্রচেষ্টা চালাতেন । কিন্তু সমাজের জটিল পরিস্থিতি ও কঠোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় তিনি বিফল হন । শেষ জীবনে তিনি হতাশাগ্রস্ত মারা যান ।

কর্মকর্তা হতে না পারার হতাশায়ও তার সাহিত্যকর্মের প্রতিভা ও রচনার উত্সাহের কোন ক্ষতি হয় নি । তার রচনায় তার মনের কথা ও আবেগপূর্ণ অনুভূতি ফুটে উঠেছে । তিনি প্রেমের কবিতা রচনায় পারদর্শী ছিলেন । তার কবিতার ভাষা খুব সুন্দর । পাঠকরা তার কবিতা পাঠ করে খুব মুগ্ধ হন । তার বেশির ভাগ কবিতা বিয়োগান্ত ঘটনাভিত্তিক । এতে মানুষের দুঃখ ও বেদনার অনুভূতির প্রকাশ পায় । বিশেষ করে প্রেমের মানুষ ও আত্মীয় স্বজনের মধ্যে একে অপরের বিদায় নেয়ার জন্য দুঃখ ও বেদনার কথা তুলে ধরা হয়েছে । পুনর্মিলন ও বিদায় নেয়া তো মানুষের জীবনের দুটো অবশ্যম্ভাবী ব্যাপার । এ ধরনের কবিতায় মানুষের প্রবল ইচ্ছা ও মায়া-মমতা অনায়াসে প্রতিফলিত হতে পারে । কবি লি শাং ইংয়ের কবিতায় প্রেমের মানুষের মধ্যেকার চিন্তা ও স্মরণের ভাব এবং মানুষের জীবনের অশেষ বাধা-বিঘ্নের কথা বর্ণনা করা হয়েছে । যেমন তার কবিতায় চীনা ভাষায় গুটিপোকা ও মোমবাতির উচ্চারণ কাজে লাগিয়ে প্রেমের মানুষের চিন্তা ও স্মরণের ভাব এবং মানুষের মধ্যে পুনর্মিলনের আনন্দ ও বিদায় নেয়ার দুঃখের কথা ফুটে উঠেছে ।

চীনের রূপকথা অনুযায়ী ফিনিক্স পাখি মানুষের শুভকামনা ও সম্ভাষণের প্রতীক । চীনে ফিনিক্স পাখিকে শত শত পাখির রাজা বলে অভিহিত করা হয় । তার মাধ্যমে মানুষের কাছে অশেষ সুখবর , সৌন্দর্য ও সুখ বয়ে আনা হয় ।

যৌবনকালে কবি লি শাং ইং মানুষের সুখের প্রতীক ফিনিক্স পাখিকে বিশেষ ভালবাসতেন । অল্প বয়সে লি শাং ইং একটি তাও ধর্মের উপাশনালয়ে অধ্যয়ন করতেন । সে সময় তিনি উপাশনালয়ের একজন সুন্দরী নারী ধর্ম প্রচারকের প্রেমে পড়েন । কিন্তু সেকালে চীনের পুরানো সামন্ততান্ত্রিক ঐতিহ্য তাদের ভালবাসার প্রবল বিরোধীতা করতো । সুতরাং তাদের ভালবাসা প্রকাশের জন্য শুধু ফিলিক্স পাখির মাধ্যমে বিনিময় করা হতো । প্রেমিকার সঙ্গে দেখা এবং ভালবাসা প্রকাশ করতে না পারার জন্য তিনি তার কবিতায় দু'জনের দুঃখ ও বেদনার কথা বর্ণনা করা হয়েছে । অবশেষে লি শাং ইং ও তার প্রেমিকা বাধ্য হয়ে আলাদা হয়ে যান ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040