Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের সাহিত্যকর্ম-উত্তর সুং রাজবংশ আমলের নামকরা সাহিত্যিক ঔ ইয়াং স্যু
  2009-11-30 21:06:48  cri

৯৬০ থেকে ১১২৭ খ্রীষ্টাব্দ ছিল চীনের প্রাচীনকালের উত্তর সুং রাজবংশ আমল । ঔ ইয়াং স্যু ছিলেন সেকালের একজন অন্যতম বিখ্যাত সাহিত্যিক ।

১০০৭ সালে ঔ ইয়াং স্যু'র জন্ম এবং মৃত্যু হয় ১০৭২ খ্রীষ্টাব্দে । তিনি যেমন উত্তর সুং রাজবংশ আমলের একজন রাজনীতিক , তেমনি ছিলেন একজন সাহিত্যিকও । যখন তার বয়স চার বছর , তখন তার বাবা মারা যান । বাড়ির দারিদ্র্যতার কারণে তিনি লেখাপড়ার জন্য কলম ও কাগজও কিনতে পারতেন না । তাকে পড়ানোর জন্য তার মা রীডের নল দিয়ে মাটিতে অক্ষর লিখতেন ।

ঔ ইয়াং স্যু ২৩ বছর বয়সে সরকারী কর্মকর্তার নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হন । সাহিত্যকর্মের ব্যাপারে তিনি সরল ও সাধারণ রচনার পদ্ধতি পছন্দ করতেন এবং কঠিন ও বোধগম্য নয় এমন লেখার পদ্ধতির বিরোধীতাও করতেন । তিনি লেখাপড়া ও সাহিত্য রচনার সংস্কারের পক্ষপাতী ছিলেন । সুতরাং তাকে উত্তর সুং রাজবংশ আমলের সংস্কৃতির একজন সংস্কারক বলে মনে করা হতো । চীনের থাং ও সুং রাজবংশ আমলে সাহিত্য ক্ষেত্রে যে সংস্কার অভিযান চালানো হয় , তার প্রধান বিষয়বস্তু ছিল কনফুশিয়াসের চিন্তাধারা সম্প্রসারিত করা । তিনি সহজ ও সরল ভাষায় সাহিত্য রচনার পক্ষপাতী ছিলেন এবং কঠোর ভাষায় সাহিত্যকর্মের বিরোধীতা করতেন । সেকালে তথাকথিত প্রাচীন সাহিত্য সম্প্রসারণের জন্য তিনি যেভাবে আহবান জানিয়েছিলেন , তাকে এর আগের ছিন ও হান রাজবংশ আমলের গদ্য রচনার অনুকরণ বলে অভিহিত করা যায় । এ ধরনের রচনার রীতি-নীতি ও বেশিষ্ট্য উদার এবং ভাষার প্রকাশ স্পষ্ট । এটা চীনের সাহিত্যকর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।

ঔ ইয়াং স্যু পর পর আঞ্চলিক ও কেন্দ্রীয় কর্মকর্তা পদে নিযুক্ত ছিলেন । দেশ ও জনগণের ভাগ্যের ব্যাপারে তিনি সর্বান্তকরণে তার মতামত ও চিন্তার কথা প্রকাশ করতেন । এ ধরনের চিন্তাধারা ও কর্মপদ্ধতির কারণে রাজবংশের শীর্ষ শাসনকর্তা ও অন্যান্য পদস্থ কর্মকতারা প্রায়শঃই রেগে যেতেন । সারা জীবনে বেশ কয়েক বার তিনি কর্মকর্তার পদ থেকে বহিষ্কৃত হয়েছেন এবং পরে কয়েক বার নিযুক্তও হয়েছেন । ঔ ইয়াং স্যু'র ' কর্মকর্তার পদ থেকে বহিষ্কৃত নামে রচনা একটি খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম । লেখায় কর্মকর্তার পদ থেকে বহিষ্কৃত হওয়ার পর তার দুঃখ ও বেদনার অনুভূতি ফুটে উঠেছে । তিনি সুন্দর প্রাকৃতিক পরিবেশ বর্ণনা এবং সমাজের নানা রকম জীবনধারা ও আচরণ তুলে ধরার মাধ্যমে তার মনের গভীরের অনুভূতির প্রকাশ করেছেন।

সাহিত্যিক ঔ ইয়াং স্যুর সব সাহিত্যকর্মের মধ্যে গদ্য রচনা সবচেয়ে উল্লেখযোগ্য বলে গণ্য করা হয় । তিনি জীবনে সব মিলিয়ে প্রায় পাঁচ শ' গদ্য রচনা করেছেন । তার রচনার রীতি-নীতি , পরিবেশ ও সমাজের নানা ক্ষেত্রের তুলে ধরা সঠিকচিত্র পাঠকদের বিশেষ আকর্ষণ করেছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040