|
গানের কথাগুলো হলো :
কোমলতা
আজ বাতাসের মাঝে হাটার সময় সূর্যটা কেমন যেন নরম রোদে
ম্লান হয়ে আছে
নির্মল আকাশ ছায়ার সুশীতল ধরণীতে তোমার
নিবিড় আলিঙ্গনের অনুভব আমার অস্তিত্বে
হঠাত্ করে যেন আমার চেতনায় তুমি নেই, আমি একা, শুধু একা-
হীম শীতলতা আমায় ঘীরে ধরলো, জানিনা
কেমন করে যে কাটবে আমার দিন ;
আকাশের প্রান্ত দেশের মতই তুমি ছিলে আমার পাশে
তারপরও বোঝ নি কিছুই তুমি-
আমি বুঝতেই পারি নি তোমার চোখের ভেতর আজানা কী লুকিয়ে ছিল
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |