|
গানের কথাগুলো হলো :
না জেনে না বুঝে উদ্দেশ্যহীনভাবেই আমাকে নিয়ে এসেছে তোমার কাছে
আসলে এটা আমার হৃদয়ের গভীর ভালোবাসারই প্রকাশ
আমার হৃদয়ের অন্তস্হলে তুমি ছাড়া লুকানোর কিছু নেই-
শুধু তোমাকেই জানাতে চাই,
আমার সারাটা হৃদয়ের সকল একাকীত্বকে ঝেড়ে ফেলে দিতে চাই
আর কখনো ভাবতে চাই না অতীতের কষ্টকর দিনগুলোর কথা
আমার হৃদয়ের নিরবতার কষ্ট আর থাকবে না
এটাইতো সারা বিশ্বের একমাত্র ভালোবাসার প্রতিকৃতি
শুধু তুমি আর আমি, আমি আর তুমি
একটা ঘূর্ণিঝড় হঠাত্ জীবনটাকে এলোমেলো করে দিলো
ঠিক এ সময়ইতো সব কিছু তোমাকে জানাতে চাই
বন্ধু, তোমার আখিঁ পল্লব, তোমার কপোল, তোমার নিটোল হাসিময়
অসংখ্য নক্ষত্রপুন্জ
আমার হৃদয়ের সুনিবিড় নীড়ে তোমার এ সব নিয়েই গড়ে তুলেছে
এক আশার ভূবন,
নিশ্চয়ই তুমি আমার কাংগালীপনা দেখে বুঝতে পেরেছো
তোমার জন্যই আমি কতটা বদলে গেছি
তুমি কি তোমার হৃদয় গভীরে দেবে না আমায় এতটুকু স্হান
আর যাবে নাকো কোনদিন আমায় ছেড়ে,
সব কিছু জেনে জানি ফিরিয়ে দেবে না আমায় ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |