|
রিওয়াফু বাদ্যযন্ত্র কাঠ দিয়ে তৈরি করা হয় । তার আকার অদ্বিতীয় । তাকে আসলে এক ধরনের বেহালা বলেও অভিহিত করা হয় । ভিন্ন রিওয়াফু আলাদা আলাদাভাবে তিন , পাঁচ , ছ' , সাত ও ন'টি তারযুক্ত করা হয় । সংগীত বাজানোর জন্য বাদ্যযন্ত্রের সবচেয়ে বাইরের তারের ওপর নির্ভর করা হয় । অন্য কয়েকটি তার সংগীতের সুর বাজানোর ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করে । রিওয়াফু বাদ্যযন্ত্র দিয়ে চড়াস্বরে সংগীতের সুর বাজানো যায় । এ ধরনের বাদ্যযন্ত্র শুনতে প্রাণবন্ত এবং উত্সাহব্যঞ্জক । রিওয়াফু বাদ্যযন্ত্র এককভাবে বা দলগতভাবে বাজানো যায় । বসা বা দাঁড়ানো অবস্থায় এ বাদ্যযন্ত্র বাজানো যায় । এ বাদ্যযন্ত্র দিয়ে সংগীতের সুর বাজাতে খুব স্বচ্ছন্দ লাগে ।
রিওয়াফু বাদ্যযন্ত্রের আকারও বিভিন্ন ধরনের । উইগুর জাতি , তাজিক জাতি ও উজবেক জাতি সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে বসবাস করে । কিন্তু তাদের ব্যবহৃত রিওয়াফুর আকার ভিন্ন । তাজিক জাতি রিওয়াফু বাদ্যযন্ত্রকে রিপুব ডাকে । এ ধরনের বাদ্যযন্ত্র সাধারণতঃ খোবানি গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় । উইগুর জাতির ব্যবহৃত রিওয়াফু বহু ধরনের রয়েছে । তাকে কাশ শহরের রিওয়াফু , তুরাং রিওয়াফু ও পশুপালকের রিওয়াফুতে বিভক্ত করা হয় । কাশ রিওয়াফু কাশ অঞ্চলে ব্যাপক প্রচলিত রয়েছে । এ ধরনের বাদ্যযন্ত্র দিয়ে সংগীতের সুর বাজাতে খুব নরম লাগে । এতক্ষণ আপনারা ' আমার রিওয়াফু' নামে যে সংগীত শুনলেন , তা এ অঞ্চলে প্রচলিত একটি ব্যাপক জনপ্রিয় লোক সংগীত । এতে উইগুর জাতির এ ধরনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের ব্যাপারে সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণের স্নেহ ও ভালবাসা ফুটে উঠেছে ।
অনুষ্ঠানের শেষ দিকে রিওয়াফু বাদ্যযন্ত্র দিয়ে বাজানো 'তাসিওয়াই' নামে একটি লোক সংগীত শোনানো হবে । তাসিওয়াই একজন বাদকের নাম । সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণ তার স্মৃতির উদ্দেশ্যে এই লোক সংগীতকে 'তাসিওয়াই' নাম দিয়েছেন ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |