|
বহু বছর ধরে একটানা ও অধ্যবসায়ের সঙ্গে লেখাপড়ার মাধ্যমে তিনি বেশ কিছু সাফল্য অর্জন করলেন । তিনি ২৬ বছর বয়সে কর্মকর্তার জন্য রাষ্ট্রীয় পরীক্ষায় উত্তীর্ণ হন । কর্মকর্তা হিসেবে তিনি যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে জনগণের সেবা করতেন । রাজনৈতিক পরামর্শ প্রকাশের জন্য তিনি সম্রাটের কাছেও আবেদন জানাতেন । কর্মকর্তার পদে অধিষ্ঠিত হওয়ার সময় তিনি সেকালের প্রধানমন্ত্রীর সমালোচনাও করেছেন । সেজন্য তিনি তিনবার কর্মকর্তার পদ থেকে বহিষ্কৃত হন । তিনি উপ-প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন । তিনি সেকালের রাজবংশের দুর্নীতি ও কারচুপির জন্য খুব দুঃখ প্রকাশ করতেন । তিনি কর্মকর্তাদের শাসনের ব্যাপারে তত্ত্বাবধানের ব্যবস্থা গড়ে তোলা , আইন ব্যবস্থা চালু করা এবং জনগণের ভার কমানোর আহবান জানাতেন । দুঃখের বিষয় রক্ষণশীল পন্থীর বিরোধীতা ও অভিযোগের কারণে তার সব মতামত , ধারনা ও প্রস্তাব ব্যর্থ হয়েছে ।
ফাং চুং ইয়ান কবিতা ও গদ্য রচনার ব্যাপারে পারদর্শী ছিলেন । তার রচনা ছিল রাজনৈতিক চিন্তাধারাপূর্ণ এবং সাহিত্যকর্মের ক্ষমতা ছিল অসাধারণ । প্রশাসন ও জনগণের সেবার ক্ষেত্রের তার ব্যাপক উদারতা দেখা দেয় । 'ইয়্যু ইয়ান লাও' নামে প্রাচীন চীনের বিখ্যাত পুরাকীর্তি বিষয়ক রচনা তার সারা জীবনের সাহিত্যকর্মের অন্যতম দৃষ্টান্ত । এতে তার প্রবল দেশপ্রেমিক মনোবল ফুটে উঠেছেন ।
ইয়্যু ইয়ান লাও প্রাচীন চীনের একটি বিখ্যাত পুরাকীর্তি । তা সম্পর্কিত রচনায় তার অসাধারণ আবেগ এবং দেশ ও জনগণের ভবিষ্যতের ব্যাপারে তার অশেষ চিন্তা ও উদ্বেগের প্রকাশ পেয়েছে । যুগ যুগ ধরে তার এ রচনা পাঠকদের জন্য একটি দুর্লভ পাঠ্যপুস্তক । তার এ মহা রচনা থেকে মানুষ যেমন দেশের সুন্দর পরিবেশ খুঁজে পেয়েছেন , তেমনি তারা দেশের প্রতি তার সর্বান্তকরণ দেশপ্রেমিক মনোবলের কথাও জেনেছে । তার এ সব চিন্তাধারা ও মনোবলে পরবর্তী বংশধরদেরকেও উদ্বুদ্ধ করেছে । দেশ ভালবাসা এবং জনসাধারণের সুখ-দুঃখের প্রতি যত্ন নেয়ার ব্যাপারে তার পরিশ্রম , সততা এবং দেশ ও জনগণের সেবা করার মনোবল যুগ যুগ ধরে চীনাদের পক্ষে অবিস্মরণীয় হয়ে থাকবে ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |