Web bengali.cri.cn   
২০০৯ সালের আফ্রিকা কনফুসিয়াস ইন্সটিটিউট সম্মেলন নাইরোবীতে অনুষ্ঠিত
  2009-11-23 20:53:14  cri

    আফ্রিকার দেশগুলোর কনফুসিয়াস ইন্সটিটিউট সম্মেলন অক্টোবর মাসে নাইরোবীতে অনুষ্ঠিত হয়েছে । আফ্রিকার ১৬টি দেশের ২৩টি কনফুসিয়াস ইন্সটিটিউট ও কনফুসিয়াস ক্লাসরুমের এক শ'রও বেশি প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিয়েছেন । তারা এ সম্মেলনে চীনের সংস্কৃতি ও চীনা ভাষা জনপ্রিয় করা আর আফ্রিকা অঞ্চলের কনফুসিয়াস ইন্সটিটিউট পরিচালনার বিষয় নিয়ে মতবিনিময় করেছেন ।

    চীনের কনফুসিয়াস ইন্সটিটিউট সদর দপ্তর ও নাইরোবী কনফুসিয়াসের উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনে চীনের জাতীয় চীনা ভাষা জনপ্রিয় কার্যালয় ও কনফুসিয়াস ইন্সটিটিউটের সদর দপ্তরের মহাসচিব সুই লিন সম্মেলনে গত এক বছরে আফ্রিকার কনফুসিয়াস ইন্সটিটিউটগুলোর অর্জিত সাফল্যের সারসংকলন করে বলেছেন , গত এক বছরে বিভিন্ন দেশের কনফুসিয়াস ইন্সটিটিউট প্রধানত ছয়টি কাজ করেছে । এ ছ'টি কাজ হলো নিজ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা শেখার চাহিদা পূরণ , সক্রিয়ভাবে স্থানীয় নাগরিক কমিউনিটি ও সমাজের বিভিন্ন মহলের নাগরিকদের সেবা করা , অনেক মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে চীনা ভাষা শিক্ষা কোর্স প্রতিষ্ঠা ,স্থানীয় চীনা কোম্পানির সমর্থন পাওয়ার চেষ্টা করা , বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন কর্মসূচী নেয়া এবং চীন ও আফ্রিকার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কনফুসিয়ান ইন্সটিটিউটগুলতে দু'পক্ষের মধ্যে ভালো সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা ।

    বর্তমানে আফ্রিকায় মোট ১৬টি দেশে ২১টি কনফুসিয়াস ইন্সটিটিউট ও দু'টি কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠিত হয়েছে । ২০০৮ সালে অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন দেশের কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রতিনিধিরা কনফুসিয়াস পরিচালনায় অনেক অসুবিধার কথা উল্লেখ করেছিলেন । আফ্রিকার কনফুসিয়াস ইন্সটিটিউটকে সমর্থন ও সাহায্য করার জন্য চীনের চীনা ভাষা জনপ্রিয় কার্যালয় ও কনফুসিয়াস ইন্সটিটিউট সদর দপ্তর অনেক বাস্তব ব্যবস্থা নিয়েছে । নাইরোবী বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট আফ্রিকায় প্রতিষ্ঠিত প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট । ২০০৭ ও ২০০৮ সালে এ ইন্সটিটিউটকে শ্রেষ্ঠ কনফুসিয়াস ইন্সটিটিউট হিসেবে নির্বাচন করা হয়েছে । এ ইন্সটিটিউটের মহাপরিচালক আইজাক এমবেক হা মবেছি বলেন , নাইরোবী কনফুসিয়াস ইন্সটিটিউট আফ্রিকার প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট । ইন্সটিটিউট চালুর প্রথম দিকে আমরা ক্লাসরুম ও শিক্ষকের অভাবসহ নানা অসুবিধার সম্মুখীন হয়েছিলাম । চীনের বলিষ্ঠ সমর্থনে আমাদের ইন্সটিটিউটের নতুন শিক্ষাভবন প্রতিষ্ঠিত হয়েছে । নতুন শিক্ষা ভবন ইন্সটিটিউটের ছাত্রছাত্রীদের জন্য লেখাপড়ার ভালো পরিবেশ সৃষ্টি করেছে ।

    নাইরোবী বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের মতো আফ্রিকার অন্যান্য কনফুসিয়াস ইন্সটিটিউটও নানা অসুবিধার সম্মুখীন হয়েছে । তারা চীনের সংশ্লিষ্ট বিভাগ ও নিজ দেশের শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করে অনেক সমস্যা সমাধান করেছে । কেনিয়ার উচ্চ শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী কিলেমি মুয়াইরিয়া কনফুসিয়াস ও শিক্ষা বিভাগের সহযোগিতা প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করে বলেছেন , কনফুসিয়াস ইন্সটিটিউট কেনিয়ার অনেক ছাত্রছাত্রীকে সাহায্য করেছে । এ বছর কেনিয়ার প্রায় ত্রিশজন ছাত্রছাত্রী চীনের বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেয়ে চীনে স্নাতক , স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য লেখাপড়া করছেন । আমরা আশা করি , কেনিয়ার আরো বেশি ছাত্রছাত্রী চীনে লেখাপড়ার সুযোগ পাবেন এবং চীনে কৃষি , শিল্প , বিজ্ঞান ও প্রযুক্তি , তথ্যায়ন ও চিকিত্সা বিদ্যা আয়ত্ত করে কেনিয়ার গঠনকাজে ব্যবহার করতে পারবেন ।

    চীনের কনফুসিয়াস ইন্সটিটিউট সদর দপ্তরের মহাসচিব সুই লিন বলেন , আফ্রিকায় কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠা শিল্পোন্নত অঞ্চলের চেয়ে আরো বেশি অসুবিধার সম্মুখীন হবে , তবে ইন্সটিটিউট প্রতিষ্ঠার সম্ভাবনা শিল্পোন্নত দেশের চেয়ে বেশি । কারণ চীন ও আফ্রিকার জনগণের মধ্যে বন্ধুত্ব ও আন্তরিকতা বেশি । আমরা যদিও ঐক্যবদ্ধ হয়ে মিলিতভাবে প্রচেষ্টা চালাই , তাহলে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমর্থন ও সাহায্যে আফ্রিকার কনফুসিয়াস ইন্সটিটিউটগুলোর অসুবিধা কাটিয়ে উঠবে ।

    ২০০৫ সালের শেষ দিকে আফ্রিকায় চীনের প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট কেনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার পর চীন ও আফ্রিকার বন্ধুত্বের এই বীজ আফ্রিকা মহাদেশে রোপন করে সুন্দর ফুল ফুটেছে । আফ্রিকার ১৬টি দেশে প্রতিষ্ঠিত কনফুসিয়াস ইন্সটিটিউট চীনের সংস্কৃতি প্রচার ও চীনা ভাষা শেখার একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে । ধারণা করা হচ্ছে , ভাষা ,সংস্কৃতি ও বন্ধুত্বের দূত হিসেবে কনফুসিয়াস ইন্সটিটিউটগুলো আফ্রিকায় আরো বেশি সাফল্য অর্জন করবে এবং চীন আফ্রিকা মৈত্রী আরো সুসংবদ্ধ করবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040