|
ডংবুলা বাদ্যযন্ত্র কাঠ দিয়ে তৈরি করা হয় । তার আকার দেখতে বড় চামচের মতো । প্রথম দিকে ডংবুলা তৈরির কৌশল খুব সহজ ছিল । ডংবুলা তৈরির জন্য লোক শিল্পীরা কাঠকে ছোট করে চামচের মতো আকারের একটি কাঠামো তৈরি করতেন । এর ভিত্তিতে ন'টি সুর বাজানো যায় এমন একটি বাদ্যযন্ত্র তৈরি করা হতো ।
ডংবুলা বাদ্যযন্ত্র কাজাখ জাতির মানুষের নিত্য জীবনযাপনের পরিবেশ থেকে আলাদা করা যায় না । যখন কাজাখ জাতির পশুপালকরা পশু পালন করেন , তখন এ ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে নানা রকম সুন্দর সংগীতের সুর বাজান । সন্ধ্যায় যখন পশুপালকরা বাড়ি ফিরে যান , তখন বাড়ির সবাই এক সাথে ডংবুলা বাজান এবং সংগীতের তালে তালে নাচ গান করেন । এতে সবাই আনন্দে মুখরিত হয়ে ওঠেন ।
কাজাখ জাতির মানুষ ডংবুলা দিয়ে একক বা দলগতভাবে সংগীতের সুর বাজাতে পারেন । এতে জীবনযাপন ও পরিশ্রমের প্রতি তাদের ভালবাসা ও আবেগ ফুটে উঠেছে । ডংবুলা বাদ্যযন্ত্র বাজানোর পদ্ধতি অন্যান্য বাদ্যযন্ত্রের মতো একই রকম । লোক শিল্পী ও বাদকরা ডংবুলা বাজানোর সময় বিবিধ পদ্ধতি ব্যবহার করেন । এতে যেন তৃণভূমির ঝরনা , বনের পাখির আওয়াজ এবং হর্ষধ্বনিতে মুখরিত ঘোড়া ও ভেড়ার স্ফুর্তিপূর্ণ পরিবেশ তুলে ধরা হয় । ডংবুলা বাদ্যযন্ত্র বাজানো ও তার সুন্দর সংগীতের সুর অসংখ্য শ্রোতাদের মন জয় করেছে ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |