Web bengali.cri.cn   
আমি চীন ও আর্জিন্টিনার বিনিময় সেতু হিসেবে কাজ করতে চাই—লি চি হাও
  2009-11-16 20:58:35  cri

আর্জেন্টিনা ও চীনের দূরত্ব বেশি হলেও আর্জেন্টিনার অনেক নাগরিক চীন সম্পর্কে অপরিচিত মনে করেন না । আর্জেন্টিনার নাগরিকরা সেখানকার চায়না টাউনে বেড়াতে পছন্দ করেন । রাজধানী বুইয়েনোস আইরিসে চীনা রেসঁতোরা বেশি ,স্থানীয় অধিবাসিরা চীনের খাবার খেতে পছন্দ করেন । অনেক ডাইভার সুখশান্তির জন্য তাদের গাড়ির সামনে চীনের ঐতিহ্যিক ছবি বা খেলনা ঝুলিয়ে রাখেন । চীনের খাবার ও রীতিনীতি এ ভাবেই আর্জেন্টিনার নাগরিকের জীবনে সম্পৃক্ত রয়েছে । আর্জেন্টিনার ২০ বছর বয়সের যুবক লি চি হাও বিশ্ব চীনা ভাষা প্রতিযোগিতায় আর্জেন্টিনা অঞ্চলের চ্যাম্পীয়ন হয়েছেন । সি আর আই সংবাদদাতা সম্প্রতি তার সাক্ষাত্কার নিয়েছেন ।

চীনের নামকরা আধুনিক গায়ক চান সুয়ে ইউর গাওয়া গান শিখে লি চি হাও ' ফান ছি নি' নামে একটি চীনা গান গেয়েছেন । লি চি হাও তার চীনা নাম , তার স্পেনিস নাম হলো সেরগিও দে সিসার । তিনি এখন আর্জেন্টিনার ফেডারেল পুলিশ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেখাপড়া করছেন। তিনি বলেন , তার সবচেয়ে বড় স্বপ্ন হলো চীন ও আর্জেন্টিনার বিনিময় দূত হিসেবে কাজ করা ।

সাত-আট বছর বয়সে লি চি হাও চীনের কংফু ছবি দেখেছেন । তখন থেকে তিনি চীন সম্পর্কে আরো বেশি জানার চেষ্টা করেন । ১৩ বছর বয়স থেকেই তিনি সেখানকার চায়না টাউনের কংফু ভবনে চীনের কুংফু চর্চা করতে শুরু করেন । তিনি বলেন , আমি ১৩ বছর বয়স থেকে চীনের কুংফু শিখতে শুরু করি । চীনের সংস্কৃতির সঙ্গে কুংফুর সম্পর্ক ঘনিষ্ঠ বলে আমি চীনের সংস্কৃতি সম্পর্কে আরো বেশি তথ্য পাওয়ার চেষ্টা করি । ধীরে ধীরে আমি বুঝতে পেরেছি যে চীনের সংস্কৃতির অনেক দিক আছে এবং বিভিন্ন দিকের মধ্যে সম্পর্ক রয়েছে । আমি চীনের সংস্কৃতি পছন্দ করি । এ ঐতিহ্যিক ও সমৃদ্ধ সংস্কৃতিকে উপলব্ধি করা সহজ ব্যাপার নয় । চীনের সংস্কৃতি শেখার জন্য চীনা ভাষা শিখতে হবে । এটা আমার চীনা ভাষা শেখার একটি প্রধান কারণ ।

১৬ বছর বয়সে লি চি হাও কুংফু থেকে পাওয়া চীনা সংস্কৃতির সীমিত জ্ঞানে সন্তুষ্ট না হয়ে সেখানকার প্রবাসী চীনাদের কাছে চীনা ভাষা শিখতে শুরু করেন । তিনি একটানা চার বছরে চীনাদের সঙ্গে আলাপ করেন এবং চীনা বন্ধুদের কাছে চীনের আধুনিক গান শেখেন । লি চি হাও বলেন , চীনের বিভিন্ন স্থানের লিখিত ভাষা একই , তবে কথা বলার সময় বিভিন্ন স্থানের আঞ্চলিক ভাষা একেবারে ভিন্ন । যেমন ' আপনি ভালো আছেন ? ' এ বাক্যের সাংহাইয়ের ভাষা হল ' নোন হাও ' , ভাত খাওয়া হল ছে ফে । স্পেনিস ভাষায় শুভেচ্ছা জানানোর কথা হল ' মনেকালার ' । লান চৌ শহরের আমার এক বন্ধু আমাকে বলেন ,লানচৌ ভাষায় শুভেচ্ছা জানানোর সময় বলেন ' হাওছিনাসা ' আর মঙ্গলিয় ভাষায় শুভেচ্ছা জানানোর সময় বলেন ,দুকদুলেসাইনু । চীনের কুয়াং তু প্রদেশের ভাষায় আমার প্রিয় গায়ক চান সুয়ে ইউর নাম হল চেনহাওইউ । আমি তাকে পছন্দ করি , তিনি আমার ভক্তির পাত্র ।

লি চি হাও বইপত্র , ইন্টারনেট ও চীনা বন্ধুদের সঙ্গে আলাপ করার মাধ্যমে নিরলসভাবে চীনা ভাষা শেখা এবং চীনের সংস্কৃতিকে পরিচিত করার চেষ্টা করেন । যদিও তিনি কখনও চীনে যাওয়ার সুযোগ পান নি , তবে তার চীনা ভাষার মান ও চীনের সংস্কৃতির প্রতি তার উপলব্ধি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে । এ বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত বিশ্বের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা প্রতিযোগিতার আর্জেন্টিনা অঞ্চলের প্রতিযোগিতায় লি চি হাও কুংফু পরিবেশন করেছেন এবং চীনের খাবারের সংস্কৃতি সম্পর্কিত একটি ভাষণ দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এবং আর্জেন্টিনার পক্ষ থেকে জুলাই ও আগষ্ট মাসে পেইচিংয়ে অনুষ্ঠিত অষ্টম বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের চীনা ভাষা প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ।

এ পুরস্কার পাওয়ার জন্য লি চি হাও চীনের চিলিন বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে ছয়মাসের জন্য লেখাপড়ার সুযোগ পেলেন । তিনি সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেখাপড়া করবেন । এ সুবর্ণ সুযোগ লি চি হাওয়ের নিজের চোখে চীন দেখার আকাংখাকে পূরণ করেছে এবং তার চীন ও আর্জেন্টিনার মধ্যে বিনিময় সেতু হিসেবে কাজ করার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে । লি চি হাও বলেন ,আমি আশা করি ভবিষ্যতে আমি চীনে আর্জেন্টিনার দূতাবাসে কাজ করতে পারবো , দু দেশের সেতু হিসেবে কাজ করা আমার দীর্ঘ দিনের স্বপ্ন ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040