Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের অন্যতম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-ফাই সিয়াও
  2009-11-10 16:43:20  cri

ফাই সিয়াও বাদ্যযন্ত্রকে চীনের ঐতিহ্যবাহী লোক সংগীত ও বাদ্যযন্ত্রের প্রতীক হিসেবে নির্ধারণ করা হয় ।

ফাই সিয়াও এমন এক ধরনের বাদ্যযন্ত্র , যা বেশ কয়েকটি বাঁশের পাইপ দিয়ে তৈরি করা হয় । এ সব বাঁশের পাইপ দড়ি বা বাঁশের খাগড়া দিয়ে সংযুক্ত করা হয় । এ ধরনের বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুর শ্রুতি মধুর এবং শুনতে ভাল লাগে । ১৯৫৬ সালে ফাই সিয়াও খচিত নক্সাকে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের প্রতীক হিসেবে নির্ধারণ করা হয়েছে । ফাই সিয়াও বাদ্যযন্ত্র যেমন প্রাচীন ও চীনা জাতির বৈশিষ্ট্যপূর্ণ , তেমনি তার আকার ফিনিক্সের পাখার মতো । চীনের জনসাধারণ তাকে খুব পছন্দ করেন ।

ফাই সিয়াও-এর উদ্ভব হয় চার হাজার বছরেরও বেশি আগে । তখন মানুষ আবিষ্কার করে বাতাসে পুকুরের রীডের আওয়াজ খুব সুন্দর । তখন মানুষ এ ধরনের আওয়াজ অনুকরণ করতে খুব আগ্রহী ছিল । রীড কেটে যে আওয়াজ তৈরি করা হতো , তা শিকারের ব্যাপারে খুব কাজে লাগানো হতো । পরে মানুষ বেশ কয়েকটি রীড দিয়ে যে বাদ্যযন্ত্র তৈরি করতে আর সেখান থেকেই ফাই সিয়াও বাদ্যযন্ত্রের উদ্ভব হয় ।

নলের সংখ্যা ও দৈর্ঘ্যের দিক থেকে ভিন্ন সময়পর্বের ফাই সিয়াওও ভিন্ন । প্রথম দিকে ফাই সিয়াও বাদ্যযন্ত্র শুধু তিনটি নল দিয়ে তৈরি করা হতো । ধীরে ধীরে এ ধরনের বাদ্যযন্ত্রের তৈরির কৌশলের পদ্ধতির পরিবর্তন হয় । আজ যে ফাই সিয়াও বাদ্যযন্ত্র প্রচলিত রয়েছে , তা সাধারনতঃ চব্বিশটি নল দিয়ে তৈরি করা হয় ।

ফাই সিয়াও চীনের প্রাচীনকালের অন্যতম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র । আগে শুধু প্রাচীন দেয়ালচিত্র ও পাথরের ভাস্কর্যে এ ধরনের বাদ্যযন্ত্রের নক্সা দেখা যেতো । ১৯৭৮ সালে মধ্য চীনের হুপেই প্রদেশের সুই সিয়ান জেলায় প্রাচীনকালের রাজবংশের একজন কর্মকর্তার সমাধিস্থল থেকে প্রথমবারের মতো দু' হাজার দু' শ' বছরেরও বেশি সময় আগেকার দুটো ফাই সিয়াও বাদ্যযন্ত্র আবিষ্কৃত হয় । এ ধরনের ফাই সিয়াও বাদ্যযন্ত্র তেরটি বাঁশের নল দিয়ে তৈরি করা হতো । ফাই সিয়াও বাদ্যযন্ত্রের উপরে বিভিন্ন রঙবেরঙের চিত্র ও নক্সাও দেখা যায় । পরে বাদকরা পুরাকীর্তি অনুসারে প্রাচীনকালের ফাই সিয়াও বাদ্যযন্ত্রের অনুকরন করেছেন । এ ধরনের বাদ্যযন্ত্র দিয়ে সংগীত বাজানো হয় । তার পর চীনের বাদকরা ঐতিহ্যবাহী ফাই সিয়াওয়ের ভিত্তিতে সংস্কারের কাজ করে নতুন ধরনের ফাই সিয়াও বাদ্যযন্ত্র তৈরি করেছেন । নতুন ধরনের ফাই সিয়াও দিয়ে সংগীত বাজানো ও পরিবেশনের জন্য খুব সুবিধাজনক । এতে মানুষের আবেগ পরিপূর্ণভাবে ফুটে উঠেছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040