Web bengali.cri.cn   
সিউলে দ্বিতীয় কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠিত
  2009-11-09 15:13:38  cri

দক্ষিণ কোরিয়ার বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয় ও পেইচিং বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত দক্ষিণ কোরিয়ার বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ।

দক্ষিণ কোরিয়ার বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট হল ২০০৪ সালে বিশ্বে প্রথম কনফুসিয়াস ইন্সটিউট প্রতিষ্ঠার পর দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠিত ১৬তম কনফুসিয়াস ইন্সটিটিউট । এটা সিউলে প্রতিষ্ঠিত দ্বিতীয় কনফুসিয়াস ইন্সটিটিউট ।

কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রধান মেং চু ই বলেছেন , সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর চীন দ্রুত শক্তিশালি হচ্ছে । বিশ্বে চীনের ভূমিকা দিন দিন গুরুত্ব পাচ্ছে । দক্ষিণ কোরিয়া ও চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পাশপাশি দক্ষিণ কোরিয়ার জনগণের জন্য চীনা ভাষা শেখা আরো গুরত্বপূর্ণ হচ্ছে ।

পেইচিং বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট পার্টির শাখা সম্পাদক ইয়াং শুয়েই ই বলেন , চীন ও দক্ষিণ কোরিয়া সুপ্রতিবেশী দেশ । দু'দেশের ইতিহাস ও সংস্কৃতির অনেক মিল আছে । বর্তমানে দক্ষিণ কোরিয়ায় চীনা ভাষা শেখার লোকজনের সংখ্যা অনেক বেশি । এর পাশাপাশি চীনে দক্ষিণ কোরীয় সংস্কৃতিও অনেক জনপ্রিয় । দক্ষিণ কোরিয়ার বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইন্সটিউটের প্রতিষ্ঠা অবশ্যই দু'দেশের সাংস্কৃতিক বিনিময়কে ত্বরান্বিত করবে । (শুয়েই ফেই ফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040