Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের অন্যতম বিখ্যাত সাহিত্যকর্ম- এক বুদ্ধিজীবী ও এক সম্ভ্রান্ত বংশের এক মেয়ের প্রেমের কাহিনী
  2009-11-02 20:52:30  cri

'চীনের প্রাচীনকালের বুদ্ধিজীবী ও সম্ভ্রান্ত বংশের মেয়ের প্রেমের কাহিনী' নামে উপন্যাস চীনের প্রাচীনকালের অন্যতম বিখ্যাত সাহিত্যকর্ম । উপন্যাসের প্রধান দুই চরিত্র হচ্ছে বুদ্ধিজীবী চাং সেন ও সম্ভ্রান্ত বংশের মেয়ে ছুই ইং ইং । প্রাচীনকালে চীনে সামন্ততান্ত্রিক ব্যবস্থা চালু ছিল । অবিবাহিত ছেলেমেয়েদের দেখা-সাক্ষাত্ নিষিদ্ধ ছিল । সুতরাং চাং সেন ও ছুই ইং ইংয়ের দেখা-সাক্ষাত্ ও যোগাযোগের মাধ্যম ছুই ইং ইংয়ের বান্ধবী , তার পরিবারের একজন চাকরানী হোং নিয়াংয়ের ওপর নির্ভর করতো । পরে যুগ যুগ ধরে হোং নিয়াং শব্দটা মানুষের বিবাহের সম্বন্ধ আনা ঘটক ঘটকীর নামে পরিণত হয়েছে । চাং সেন ও ছুই ইং ইংয়ের প্রেমের কাহিনী শুরু হয় ১ হাজার বছরেরও বেশি সময় আগে চীনের থাং রাজবংশ আমল থেকে । ৭ শ' বছরেরও বেশি সময় আগে চীনের ইউয়ান রাজবংশ আমলে নাটক ও অপেরার লেখক ওয়াং শি ফু জনসাধারণের মধ্যে প্রচলিত কাহিনী ভিত্তিক বুদ্ধিজীবী ও সম্ভ্রান্ত বংশের এক মেয়ের প্রেমের কাহিনী শিরোনামে একটি অপেরা রচনা করেছেন ।

উপন্যাসটিতে দুই তরুণ-তরুণী সম্পর্কিত একটি প্রেমের কাহিনী বর্ণনা করা হয়েছে । এ তরুণ-তরুণী সামন্ততান্ত্রিক নিয়মকানুন ভেঙ্গে নিজেদের পছন্দের প্রিয় লোকের সঙ্গে বিবাহের সম্বন্ধ স্থাপনের চেষ্টা করতেন । কাহিনীতে বলা হয়, মন্দিরে বুদ্ধিজীবী চাং সেন ও মেয়ে ছুই ইং ইংয়ের দেখা হল । দু'জন পরস্পরকে ভালবাসেন এবং প্রেমে পড়েছেন । মেয়ের চাকরানী হোং নিয়াং তাদের দেখা-সাক্ষাতের জন্য যোগাযোগ রক্ষা করতো এবং তাদের বিবাহের প্রস্তাব করে । কিন্তু মেয়ের মা এ প্রস্তাবে রাজী হন নি । তিনি চাকরানী হোং নিয়াংকে প্রহার করেন । ফলে চাং সেন দুশ্চিন্তা রোগে আক্রান্ত হন । পরে মেয়ে ও তার মা দস্যুদের হামলার সম্মুখীন হন । এ পরিপ্রেক্ষিতে ছেলের বন্ধু জেনারেল পাই মা দস্যুদের পরাজিত করেন । ছেলের উপকার ও আন্তরিকতার প্রত্যুত্তরে মা দু'জনার বিবাহের প্রস্তাবে রাজী হন । কিন্তু তিনি বলেন , মেয়ের সঙ্গে বিয়ের জন্য ছেলেকে উচ্চপদস্থ কর্মকর্তা হতে হবে । ফলে ছেলে সত্যিই উচ্চপদস্থ কর্মকর্তায় পরিণত হন । মা অবশেষে ছেলেমেয়ের বিয়ের আয়োজন করেন ।

এ কাহিনী ১ হাজার বছরেরও বেশি সময় আগে চীনের থাং রাজবংশ আমল থেকে প্রচলন শুরু হয় । পরে সুং ও চিন আমলে এ কাহিনী আরো ব্যাপকভাবে প্রচার করা হতো । বেশ কিছু বুদ্ধিজীবী এ কাহিনী ভিত্তিক নানা রকম নাটক ও অপেরা রচনা করেছেন । ফলে 'বুদ্ধিজীবী ও সম্ভ্রান্ত বংশের মেয়ের প্রেমের কাহিনী' নামে বিখ্যাত উপন্যাস আনুষ্ঠানিকভাবে প্রচলিত হয় ।

ইউয়ান রাজবংশ আমলে এ উপন্যাস তখনকার সাহিত্যকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো । এতে এক তরুণ-তরুণীর প্রেমের কাহিনী ও বিবাহের সম্বন্ধ স্থাপনের প্রবল বাসনা তুলে ধরা হয়েছে । বর্তমান যুগে চীনে এ কাহিনী ভিত্তিক বেশ কিছু আঞ্চলিক অপেরা ও সংগীত নাটকের ব্যাপারে বেশি ব্যবহৃত করা হচ্ছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040