Web bengali.cri.cn   
চীনের বিখ্যাত ৪টি প্রাচীন উপন্যাসের অন্যতম-'তিন রাজ্যের ইতিহাস'
  2009-10-26 21:58:37  cri

চীনের প্রাচীনকালের সাহিত্যকর্মের ক্ষেত্রে ৪টি বিখ্যাত উপন্যাস খুবই পরিচিত । 'তিন রাজ্যের যুদ্ধ' , 'কৃষক অভ্যুথ্থানের ১০৮জন বীর' , 'বিখ্যাত পরিব্রাজক হিউয়েং সানের ভারত ভ্রমণ' এবং 'একটি উচ্চ বংশের পরিবার'- চীনের প্রাচীনকালের এ- ৪টি বিখ্যাত সাহিত্য কর্মকে বলা যায় ।

তিন রাজ্যের যুদ্ধ হল চীনের প্রাচীনকালের প্রথম দীর্ঘ উপন্যাস । এটা হচ্ছে ইতিহাসভিত্তিক উপন্যাস । তৃতীয় খ্রীষ্টাব্দে চীনে ওয়ে , স্যু ও উ-এ তিনটি রাজ্য ছিল । রাজনীতি ও সামরিক দিক থেকে চীন দেশ এ তিনটি রাজ্যের শাসনাধীনে ছিল । এ ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে চীনের তখনকালীন রাজনৈতিক ও সামরিক বিরোধ দেখা দিতো । এ তিনটি রাজ্যের রাজনৈতিক ও সামরিক ঘটনা চীনের ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে ।

তিন রাজ্যের যুদ্ধ নামে উপন্যাস রচনার আগে চীনে নানা রকম ছোট গল্প ছিল । তাহলে চীনের সাহিত্য ক্ষেত্রে ছোট গল্প কেমন করে দীর্ঘ উপন্যাসে পরিণত হয়েছে ?

চীনের সুং রাজ বংশ আমলে লোক শিল্পীদের মাধ্যমে নানা রকম গল্প ও কাহিনী মুখে মুখে প্রচার করা হতো । লোক শিল্পীদের কাজ এক ধরনের পেশায় পরিণত হয় । তখন ব্যাপক প্রচলিত 'তিন রাজ্যের যুদ্ধ' উপন্যাসে বৈচিত্র্যপূর্ণ মানুষ দেখা দিতো । তখনকার বিচিত্র জটিল ঐতিহাসিক ঘটনা গল্প ও কাহিনী রচনার জন্য ভাল ও প্রচুর সাহিত্য সামগ্রী সরবরাহ করতো । ফলে তিন রাজ্যের যুদ্ধ বিষয়ক বৈচিত্র্যময় কাহিনী জনসাধারণের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে । লোক শিল্পীদের দীর্ঘকালীন ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে উপন্যাসের বিষয়বস্তু আরো বেশি বৈচিত্র্যপূর্ণ হয়েছে । উপন্যাসে বিভিন্ন মানুষের বৈশিষ্ট্য আরো স্পষ্ট হয়ে উঠেছে । ধীরে ধীরে এ সব ছোট গল্প ও কাহিনী দীর্ঘ উপন্যাসে পরিণত হয়েছে । জনসাধারণের মধ্যে প্রচলিত নানা কাহিনী মুখে মুখে প্রচলিত হওয়ার পর ধারাবাহিক ও পরিপূর্ণ বইপুস্তকে পরিণত হয়েছে ।

তিন রাজ্যের যুদ্ধ উপন্যাসের লেখক রো কুয়ান চুং মিং রাজবংশের একজন লোক উপন্যাসিক । তিনি ছিলেন দেশের একীকরণের পক্ষপাতী । তিনি তার রচনায় সমাজ ও জনসাধারণের উত্তম ঐতিহ্যের প্রশংসা করেন এবং অসত্ কর্মকর্তা ও নানা রকম জঘন্য অপরাধ প্রবণতার তীব্র নিন্দা করেন । তিনি শুধু সামরিক বিষয় নয় , অন্যান্য ক্ষেত্রেও ছিলেন পারদর্শী । প্রাচুর্যময় জ্ঞান , বুদ্ধি ও নানা কাজের অনুশীলনের জন্য তিনি বিখ্যাত উপন্যাস ' তিন রাজ্যের যুদ্ধ' রচনা করেছেন ।

তিন রাজ্যের যুদ্ধ নামে উপন্যাসে তৃতীয় খ্রীষ্টাব্দে এ তিন রাজ্যের রাজনৈতিক ও সামরিক সংগ্রামের ইতিহাস ফুটে উঠেছে । এতে এ তিন রাজ্য আমলের সমাজের নানা বিরোধ এবং এ সব বিরোধের জন্য সৃষ্ট প্রভাব রূপ পেয়েছে ।

তিন রাজ্যের যুদ্ধ নামে উপন্যাস চীনের প্রাচীনতম একটি দীর্ঘ উপন্যাস । এতে চীনের প্রাচীনকালের ঐতিহাসিক উপন্যাসের সর্বোচ্চ সাফল্য দেখা দেয় ।

যুগ যুগ ধরে তিন রাজ্যের যুদ্ধ নামে উপন্যাস চীনের একটি ব্যাপক প্রভাবশালী ও জনপ্রিয় দীর্ঘ উপন্যাসে পরিণত হয়েছে । কয়েক শ' বছর ধরে উপন্যাসটি জনসাধারণের মন জয় করে আসছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040